Ajker Patrika

সড়কের বুকে বন্যার ক্ষত

সাইফুল আরিফ জুয়েল, মোহনগঞ্জ
আপডেট : ২৮ জুলাই ২০২২, ১২: ৩৫
সড়কের বুকে বন্যার ক্ষত

নেত্রকোনায় বন্যাদুর্গত এলাকা থেকে পানি নেমে যাওয়ার পর সড়কের ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়েছে। জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সড়ক ও জনপথ বিভাগ থেকে দাবি করা হয়েছে, বন্যায় ২০৫ কিলোমিটার সড়ক ও ১ হাজার ২২ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ১৯০ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা।

এলজিইডির নির্বাহী প্রকৌশলীর অফিস থেকে বলা হয়েছে, ক্ষয়ক্ষতির তালিকার পাশাপাশি মেরামতের প্রয়োজনীয় চাহিদা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়ার পর দ্রুত এসব ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু মেরামত করা হবে।

জেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যায় জেলার দুর্গাপুর উপজেলায় ৮ দশমিক ৪৭ কিলোমিটার সড়ক ও ২০ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৮ কোটি ৪৭ লাখ টাকা। কলমাকান্দায় ২৫ কিলোমিটার সড়ক ও ৩৯০ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ১৭ কোটি ৪৫ লাখ টাকা। মদনে ৪৩ কিলোমিটার সড়ক ও ১৬০ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ ২৯ কোটি ২০ লাখ টাকা।

মোহনগঞ্জে ২৫ দশমিক ৯৬ কিলোমিটার সড়ক ও ৫ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ ২২ কোটি ১৬ লাখ ২০ হাজার টাকা। খালিয়াজুরীতে ২০ দশমিক ২০ কিলোমিটার সড়ক ও ৬ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ ৩৫ কোটি ১০ লাখ টাকা। আটপাড়ায় ২১ দশমিক ৭৭ কিলোমিটার সড়ক ও ৩ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ ৮ কোটি ৬ লাখ টাকা। কেন্দুয়ায় ৫ দশমিক ৩০ কিলোমিটার সড়ক ও ২৮ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ ৩ কোটি ২৮ লাখ টাকা। সদর উপজেলায় ৩ দশমিক ৯৯ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ ৩ কোটি ৪ লাখ টাকা। বারহাট্টা উপজেলায় ২৮ দশমিক ৮৪ কিলোমিটার সড়ক ও ৪১০ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৪ কোটি ৪০ লাখ টাকা।

জানা গেছে, জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খালিয়াজুরী উপজেলায়। এ উপজেলায় ক্ষতির পরিমাণ ৩৫ কোটি ১০ লাখ টাকা। এরপর মদন উপজেলায় ২৯ কোটি ২০ লাখ টাকার সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্বধলায় উপজেলায় সড়ক ও সেতুর কোনো ক্ষতি হয়নি।

জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম সেখ বলেন, ‘ক্ষয়ক্ষতির এই তালিকার পাশাপাশি মেরামতের প্রয়োজনীয় চাহিদা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়ার পর দ্রুত এসব ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু মেরামত করে চলাচলের উপযোগী করা হবে।

নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাজীব কুমার দাস বলেন, নেত্রকোনা-মোহনগঞ্জ সড়ক, মোহনগঞ্জ ধর্মপাশা সড়ক ও মদন-খালিয়াজুরী সড়কে বেশ কয়েকটি অংশে বন্যায় প্রায় ২৫ কিলোমিটারে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জন্য ৪৯ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। তা ছাড়া ঠাকুরাকোনা কলমাকান্দা সীমান্ত সড়কও ক্ষতি হয়েছে। তবে এসব সড়কে কাজ চলমান থাকায় এর জন্য বরাদ্দ চাওয়া হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত