মনিরামপুর প্রতিনিধি
অন্যের কার ভাড়া চালিয়ে তিল তিল করে টাকা জমিয়ে একটি প্রাইভেট কার কেনেন মনিরামপুরের সুন্দলপুর গ্রামের ফারুক হোসেন।
নিজের কারটি ভাড়ায় চালিয়ে সংসার চলে তাঁর। ভাড়ায় চালিয়ে যে টাকা আয় হয়, তা দিয়েই স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে দিনাতিপাত চলে মনিরামপুর বাজারের মোহনপুর পোস্ট অফিস পাড়ায়।
গত শনিবার মধ্যরাতে শত্রুরা পেট্রল ঢেলে প্রকারটি পুড়িয়ে দিয়েছে। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ফারুকের স্বপ্ন। সঙ্গে পুড়েছে নিম্নবিত্ত একটি পরিবারের বেঁচে থাকার শেষ অবলম্বনও।
ফারুকের বড় ভাই আলমগীর হোসেন বলেন, ‘প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ-১১-৬২০৯) কিনে মনিরামপুর মাইক্রোস্ট্যান্ডে থেকে ফারুক নিয়মিত ভাড়ায় যাত্রী টানত। শনিবার রাত ৯টার দিকে বাসায় ফেরে ছোট ভাই।’
আলমগীর হোসেন বলেন, ‘অন্যদিনের মতো পাকা রাস্তার পাশে ভাড়াবাড়ির ফটকে গাড়ি রেখে বাসায় ঘুমিয়ে পড়ে ফারুক। এর পর রাতে পেট্রল ঢেলে কে বা কারা কারে আগুন ধরিয়ে দেয়। আগুন লেগে কারের সামনের অংশ (ইঞ্জিন) পুড়ে ছাই হয়ে গেছে।’
আলমগীর বলেন, ‘আগুনে পুড়ে যখন সামনের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়, তখন আশপাশের লোকজন টের পেয়ে ফারুককে তোলেন। এরপর ফায়ার সার্ভিসে খবর দিলে রাত ২টার দিকে তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।’
ক্ষতিগ্রস্ত ফারুকের ভাই আলমগীর হোসেন আরও বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে কারও তেমন কোনো শত্রুতা নেই। এ প্রাইভেট কারের ওপর নির্ভর করেই ভাইটার সংসার চলত। এখন কীভাবে তাঁর দিন কাটবে, বুঝতে পারছি না। আমরা কাউকে সন্দেহ করছি না। তারপরও আইনের আশ্রয় নেব। থানায় মামলা করব।’
মনিরামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহমান বলেন, ‘খবর পেয়ে রাত দেড়টার দিকে আমরা ঘটনাস্থলে গিয়েছি। কেউ শত্রুতা করে প্রাইভেট কারটি পুড়িয়ে দিয়েছে।’
অন্যের কার ভাড়া চালিয়ে তিল তিল করে টাকা জমিয়ে একটি প্রাইভেট কার কেনেন মনিরামপুরের সুন্দলপুর গ্রামের ফারুক হোসেন।
নিজের কারটি ভাড়ায় চালিয়ে সংসার চলে তাঁর। ভাড়ায় চালিয়ে যে টাকা আয় হয়, তা দিয়েই স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে দিনাতিপাত চলে মনিরামপুর বাজারের মোহনপুর পোস্ট অফিস পাড়ায়।
গত শনিবার মধ্যরাতে শত্রুরা পেট্রল ঢেলে প্রকারটি পুড়িয়ে দিয়েছে। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ফারুকের স্বপ্ন। সঙ্গে পুড়েছে নিম্নবিত্ত একটি পরিবারের বেঁচে থাকার শেষ অবলম্বনও।
ফারুকের বড় ভাই আলমগীর হোসেন বলেন, ‘প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ-১১-৬২০৯) কিনে মনিরামপুর মাইক্রোস্ট্যান্ডে থেকে ফারুক নিয়মিত ভাড়ায় যাত্রী টানত। শনিবার রাত ৯টার দিকে বাসায় ফেরে ছোট ভাই।’
আলমগীর হোসেন বলেন, ‘অন্যদিনের মতো পাকা রাস্তার পাশে ভাড়াবাড়ির ফটকে গাড়ি রেখে বাসায় ঘুমিয়ে পড়ে ফারুক। এর পর রাতে পেট্রল ঢেলে কে বা কারা কারে আগুন ধরিয়ে দেয়। আগুন লেগে কারের সামনের অংশ (ইঞ্জিন) পুড়ে ছাই হয়ে গেছে।’
আলমগীর বলেন, ‘আগুনে পুড়ে যখন সামনের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়, তখন আশপাশের লোকজন টের পেয়ে ফারুককে তোলেন। এরপর ফায়ার সার্ভিসে খবর দিলে রাত ২টার দিকে তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।’
ক্ষতিগ্রস্ত ফারুকের ভাই আলমগীর হোসেন আরও বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে কারও তেমন কোনো শত্রুতা নেই। এ প্রাইভেট কারের ওপর নির্ভর করেই ভাইটার সংসার চলত। এখন কীভাবে তাঁর দিন কাটবে, বুঝতে পারছি না। আমরা কাউকে সন্দেহ করছি না। তারপরও আইনের আশ্রয় নেব। থানায় মামলা করব।’
মনিরামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহমান বলেন, ‘খবর পেয়ে রাত দেড়টার দিকে আমরা ঘটনাস্থলে গিয়েছি। কেউ শত্রুতা করে প্রাইভেট কারটি পুড়িয়ে দিয়েছে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫