Ajker Patrika

বিএনপির বর্জনে নিরঙ্কুশ বিজয় আওয়ামী লীগের

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৫: ৪৫
বিএনপির বর্জনে নিরঙ্কুশ বিজয় আওয়ামী লীগের

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আসন্ন ইউপি নির্বাচনের প্রচার জমে উঠেছে। চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। তবে প্রচারে এগিয়ে আছেন নৌকা প্রতীকের প্রার্থীরা।

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে নৌকার পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার কলাকান্দা ইউপির নৌকার প্রার্থী গোলাম কাদির মোল্লা ও ফরাজিকান্দি ইউপির নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার রেজাউল করিমের পক্ষে ঘুরে ঘুরে লোকজনের কাছে গিয়ে ভোট চাইলেন তিনি।

বববববমিজানুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছেন। গতকাল কলাকান্দা ইউপি, ফরাজিকান্দি ইউপিসহ কয়েকটি ইউপিতে ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়া হয়েছে। বিভিন্ন বাজারে, দোকানে দোকানে নৌকার পক্ষে একাধিক কর্মী নিয়ে ভোটপ্রার্থনা করছেন তিনি।

মিজানুর রহমান বলেন, সাধারণ জনগণের কাছে একটাই কথা– প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নকে ধরে রাখতে হলে নৌকাকে সব জায়গায় বিজয়ী করতে হবে। প্রসঙ্গত আগামী ২৮ নভেম্বর মতলব উত্তর উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত