Ajker Patrika

ইসির নিরপেক্ষতা নিয়ে সন্দিহান জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ১০
ইসির নিরপেক্ষতা নিয়ে সন্দিহান জাতীয় পার্টি

নবগঠিত নির্বাচন কমিশনকে (ইসি) আওয়ামী লীগ-সমর্থিত ও আমলানির্ভর বলে আখ্যায়িত করেছে জাতীয় পার্টি (জাপা)। এই কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছে দলটি।

গতকাল বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে ইসি নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এর আগে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে দলের প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হয়। চুন্নু ছাড়াও এ বৈঠকে অংশ নেন দলের কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।

সভা শেষে সংবাদ সম্মেলনে চুন্নু বলেন, ‘নব গঠিত নির্বাচন কমিশন হচ্ছে, আওয়ামী লীগ-সমর্থিত ও আমলানির্ভর নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে বলে যথেষ্ট সন্দেহ আছে।’

জাপা মহাসচিব আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো একমত না হলে দেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়ে একটি আইন করতে হবে। তারপর যদি কমিশনের সদিচ্ছা থাকে, তাহলে হয়তো সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। এ ছাড়া সুষ্ঠু নির্বাচন দুরূহ বিষয়।

এমন প্রেক্ষাপটে আগামী নির্বাচন নিয়ে জাতীয় পার্টির অবস্থান জানতে চাইলে চুন্নু বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, নির্বাচনের বাকি আরও দুই বছর। তাই নির্বাচনের আগে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নেব আমরা নির্বাচনে যাব কি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে, আমার জীবন বড় শঙ্কায়: ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত