Ajker Patrika

কাঁচি দিয়ে কুপিয়ে স্ত্রী হত্যা, স্বামী গ্রেপ্তার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৫: ২৩
কাঁচি দিয়ে কুপিয়ে স্ত্রী হত্যা, স্বামী গ্রেপ্তার

মাদারীপুরের শিবচর উপজেলায় পারিবারিক কলহের জেরে কাঁচি দিয়ে কুপিয়ে আয়েশা আক্তার (৩০) নামের এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার চরশ্যামাইল গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী রাজ্জাক তালুকদারকে (৪০) গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরশ্যামাইল এলাকা থেকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন স্বামী। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঁচিও উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাতে নিহতদের বাবা আব্দুল মান্নান খান বাদী হয়ে রাজ্জাক তালুকদারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

জানা গেছে, আয়েশা আক্তার-রাজ্জাক তালুকদার দম্পতির দুই সন্তান রয়েছে। রাজ্জাক তালুকদার পেশায় একজন ইজিবাইকচালক। আয়শা বরিশালের আব্দুল মান্নানের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অটোচালক রাজ্জাক তালুকদার ও তাঁর স্ত্রী আয়েশা আক্তারের (৩০) সঙ্গে প্রায়ই ঝগড়া লাগত। গত সোমবার সন্ধ্যায় স্ত্রী আয়েশাকে মোবাইল ফোনে কথা বলতে দেখেন স্বামী। কার সঙ্গে মোবাইলে কথা বলছে, জানতে চাইলে স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় রাজ্জাকের। কথা-কাটাকাটির একপর্যায়ে রাজ্জাক কাঁচি দিয়ে স্ত্রীর বুকের বাম পাশে ও নাকের পাশে আঘাত করেন। এতে গুরুতর আহত হন ও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁদের চেঁচামেচিতে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তাঁরা আয়েশাকে নিথর অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীদের অনুরোধে রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যরা আয়েশাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে আয়েশাকে রেখে স্বামী রাজ্জাক ও পরিবারের সদস্যরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, সোমবার রাতে পারিবারিক কলহের জেরে রাজ্জাক তালুকদার ছুরি দিয়ে স্ত্রী আয়েশাকে কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় আয়েশাকে হাসপাতালে নিয়ে আসেন রাজ্জাক। কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করলে গা ঢাকা দেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন তিনি।’

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান বলেন, ‘হত্যাকাণ্ডের পর স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যান রাজ্জাক। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন তিনি। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো কাঁচি দিয়ে পেটে আঘাত করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত