Ajker Patrika

খালেদার রোগমুক্তি কামনায় দোয়া

মুলাদী প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৬: ২৮
খালেদার রোগমুক্তি কামনায় দোয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুলাদীতে দোয়ার অনুষ্ঠান করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন দলটির নেতা কর্মীরা। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আ. রব খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আ. ছত্তার খান।

পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহান অনুষ্ঠান পরিচালনা করেন।

উপস্থিত ছিলেন মুলাদী সদর ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দীন, সাধারণ সম্পাদক মশিউর রহমান বেল্লাল, নাজিরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাস্টার আনছার উদ্দীন,

সাধারণ সম্পাদক পিন্টু সিকদার, সফিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি এসকান্দার আলী বাঘা, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, উপজেলা কৃষক দলের সভাপতি তোফায়েল আহমেদ হাওলাদার, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক আবুল কালাম মাঝি, প্রজন্ম দল নেতা আবু জাহিদ মোল্লা, কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি নজরুল সিকদার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার সঙ্গের তরুণী ‘যুব মহিলা লীগের সদস্য’

চার জেলায় কর্মী নেবে সিটি ব্যাংক, আবেদন শেষ ১৬ নভেম্বর

ঘুষ হিসেবে নেওয়া টাকা ভাগাভাগিতে ফাঁকি দেন না তিনি

বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

ভারতীয় গণমাধ্যমে বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর মৃত্যুর খবর

এলাকার খবর
Loading...