Ajker Patrika

চাঁদা না পাওয়ায় বাড়ি ভাঙচুর, মালামাল লুট

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
চাঁদা না পাওয়ায় বাড়ি ভাঙচুর, মালামাল লুট

মুন্সিগঞ্জের সিরাজদিখানে চাঁদা না দেওয়ায় বাড়ির দেয়াল ও আধা পাকা ঘর ভাঙচুর করা হয়েছে। এ সময় ঘরের আসবাব ভাঙচুরসহ ১০ লাখ টাকার মালামাল লুট করা হয়ে বলে ভুক্তভোগীদের অভিযোগ।

গত রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের মো. সোহেল ও রুমেল হোসেনের বাড়িতে ওই হামলা করা হয়। ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মো. আল-হাচাব ও মাঈনুদ্দিনের নেতৃত্বে ২৫-৩০ জন হামলা ও লুটপাট করেছে বলে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীরা পার্শ্ববর্তী দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী রুমেল বলেন, ‘আল হাচাব ও মাঈনুদ্দিনকে প্রথমে কিছু টাকা দিয়েছি। আবার তাঁদের দাবি অনুযায়ী ৫০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় আমাদের ওপর হামলা করেন। এতে ১০ লাখ টাকার মালামাল লুটপাট ছাড়াও আমাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি করেছেন তাঁরা।’

অভিযুক্ত মাঈনুদ্দিনের ব্যক্তিগত মোবাইল ফোনে গতকাল সোমবার একাধিকবার কল করে বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সিরাজদিখান থানার ওসি এ কে এম মিজানুল হক বলেন, ‘ইতিপূর্বে অভিযুক্তদের বিরুদ্ধে মারামারিসহ চাঁদাবাজির মামলা হয়েছে। তখন তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে; কিন্তু আদালত থেকে জামিনে বের হয়ে পুনরায় একই ধরনের ঘটনা শুরু করেছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত