Ajker Patrika

যুবকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৪: ১৪
যুবকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রী-সন্তানকে জিম্মি করে স্বর্ণালংকার ছিনতাই, খালি স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ার ঘটনায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে গতকাল সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক বেগম নাজমুন নাহার এ আদেশ দেন।

অভিযুক্ত আসামি হলেন, কর্ণফুলী থানার শাহ মিরপুর এলাকার ইব্রাহীম আল ফারুকীর ছেলে মোহাম্মদ ইমতিয়াজ ফারুকী (৩৭)। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন রাউজান পৌরসভার দক্ষিণ গহিরার বাসিন্দা প্রবাসী শামসুল আল

হাবীব আহসান বলেন, গত ৫ জানুয়ারি দুবাই ফেরত শামসুল আলমকে বিমানবন্দর থেকে স্ত্রী-সন্তানসহ বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মাইক্রোবাসে তোলেন অভিযুক্ত ইমতিয়াজ ফারুকী। পথে আরও ৩-৪ জন মিলে প্রবাসীর পরিবারকে জিম্মি করে ৩১ ভরি স্বর্ণালংকার ছিনতাই করেন অভিযুক্তরা। এ ঘটনায় পরবর্তীতে আইনি পদক্ষেপ রুখতে ১৮টি খালি স্ট্যাম্প ও চেকে প্রবাসীর স্বাক্ষর নেন তাঁরা। পাশাপাশি প্রবাসীর পাসপোর্ট কেড়ে নেওয়া হয়।

এ দিকে সাক্ষর নেওয়া স্ট্যাম্প, চেক ও পাসপোর্ট ফিরে পেতে বাদীর পরিবারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্তরা। এ সময় বাদীর পরিবার নগদ ১ লাখ টাকা আসামিদের দেন। পরে চট্টগ্রাম আদালতে প্রবাসীর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটির তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দিয়েছে পুলিশ।

অ্যাডভোকেট জিয়া হাবীব বলেন, সোমবার আদালত অপরাধ আমলে নিয়ে আসামি ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত