Ajker Patrika

যুবকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৪: ১৪
যুবকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রী-সন্তানকে জিম্মি করে স্বর্ণালংকার ছিনতাই, খালি স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ার ঘটনায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে গতকাল সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক বেগম নাজমুন নাহার এ আদেশ দেন।

অভিযুক্ত আসামি হলেন, কর্ণফুলী থানার শাহ মিরপুর এলাকার ইব্রাহীম আল ফারুকীর ছেলে মোহাম্মদ ইমতিয়াজ ফারুকী (৩৭)। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন রাউজান পৌরসভার দক্ষিণ গহিরার বাসিন্দা প্রবাসী শামসুল আল

হাবীব আহসান বলেন, গত ৫ জানুয়ারি দুবাই ফেরত শামসুল আলমকে বিমানবন্দর থেকে স্ত্রী-সন্তানসহ বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মাইক্রোবাসে তোলেন অভিযুক্ত ইমতিয়াজ ফারুকী। পথে আরও ৩-৪ জন মিলে প্রবাসীর পরিবারকে জিম্মি করে ৩১ ভরি স্বর্ণালংকার ছিনতাই করেন অভিযুক্তরা। এ ঘটনায় পরবর্তীতে আইনি পদক্ষেপ রুখতে ১৮টি খালি স্ট্যাম্প ও চেকে প্রবাসীর স্বাক্ষর নেন তাঁরা। পাশাপাশি প্রবাসীর পাসপোর্ট কেড়ে নেওয়া হয়।

এ দিকে সাক্ষর নেওয়া স্ট্যাম্প, চেক ও পাসপোর্ট ফিরে পেতে বাদীর পরিবারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্তরা। এ সময় বাদীর পরিবার নগদ ১ লাখ টাকা আসামিদের দেন। পরে চট্টগ্রাম আদালতে প্রবাসীর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটির তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দিয়েছে পুলিশ।

অ্যাডভোকেট জিয়া হাবীব বলেন, সোমবার আদালত অপরাধ আমলে নিয়ে আসামি ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত