Ajker Patrika

১৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুলাদী প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৫: ৪৫
১৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুলাদী উপজেলার আওয়ামী লীগের বিদ্রোহী ১৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার বরিশাল জেলা আওয়ামী লীগের সভায় তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। তাঁদের মধ্যে চারজন মুলাদী পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। বাকিরা বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রচার চালিয়েছিলেন।

নেতারা হলেন, মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন হিরণ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ ছালেহ উদ্দীন হাওলাদার, আ. লীগ নেতা মশিউর রহমান টিপু হাওলাদার, যুবলীগের সাবেক নেতা মিজানুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দীন বয়াতি, উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ আ. রব মুন্সী, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক দিদারুল আহসান খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অহিদুজ্জামান আনোয়ার তালুকদার, কেন্দ্রীয় যুবলীগ নেতা দেলোয়ার হোসেন হাওলাদার, প্রজন্ম লীগ নেতা এম এ আজিজ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি প্রকৌশলী ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সী, নাজিরপুর ইউনিয়ন আ. লীগ সাবেক সভাপতি মজিবুর রহমান শরীফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত