Ajker Patrika

এবার ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেডডুবি

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৬: ০৬
এবার ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেডডুবি

মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চ এমডি জাহিদ-৩-এর ধাক্কায় সিমেন্টবোঝাই বাল্কহেড ডুবে গেছে। গতকাল শনিবার সকাল ৬টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়া নৌযানটির মাস্টার, সুকানিসহ পাঁচজনই অক্ষত রয়েছে। প্রথমে তিনজন সাঁতরে তীরে উঠলেও প্রাথমিক অবস্থায় নিখোঁজ থাকে অপর দুজন। বাল্কহেডডুবির ঘটনার পর নৌযান ও নিখোঁজদের উদ্ধারে অভিযান চালায় নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে পরে নিখোঁজ দুজন সাঁতরে অপর আরেকটি নৌযানে করে রাজধানী ঢাকায় পৌঁছান এবং অক্ষত রয়েছে বলে নিশ্চিত করেছে নৌপুলিশ।

প্রত্যক্ষদর্শী ও নৌপুলিশ সূত্রে জানা যায়, সকালে মুন্সিগঞ্জের মুক্তারপুর ক্রাউন সিমেন্ট কারখানা থেকে সাড়ে সাত হাজার বস্তা সিমেন্ট নিয়ে পাবনার নগরবাড়ির উদ্দেশে যাচ্ছিল বাল্কহেডটি। নৌযানটি মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় পৌঁছালে ঢাকামুখী লঞ্চ এমভি জাহিদ-৩ সেটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে গেলে সেখানে থাকা পাঁচজনের মধ্যে লস্কর জুয়েল রানা, মাস্টার সুফিয়ান ও বিল্লাল সাঁতরে অপর একটি ট্রলারে উঠতে সক্ষম হন। তবে নিখোঁজ থাকেন সুকানি শরিফুল ইসলাম ও লস্কর নুর ইসলাম। তাদের অনুসন্ধানে অভিযান চালায় নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে কয়েক ঘণ্টা অভিযানের চলাকালে নিখোঁজ দুজন অক্ষত অবস্থায় নিকটাত্মীয়ের বাড়িতে পৌঁছানোর খবর আসে।

বাল্কহেডে থাকা শ্রমিক জুয়েল রানা বলেন, তিনিসহ পাঁচজন শ্রমিক ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় তাঁরা তিনজন উদ্ধার পান। তবে তাদের সহকর্মী শরিফুল ও নুর ইসলাম নিখোঁজ আছেন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু ইউসুফ বলেন, খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ঘটনাস্থলে নারায়ণগঞ্জ থেকে ডুবুরি দল আনা হয়। পরে নিখোঁজদের সন্ধান পেলে অভিযান সমাপ্ত করা হয়।

বিষয়ে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান বলেন, বাল্কহেডডুবির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও পৌঁছায়। কয়েক ঘণ্টা অভিযান পরিচালনার মাঝে নিখোঁজ দুজন নিকটাত্মীয়র মাধ্যমে যোগাযোগ করে আমাদের সঙ্গে। তাঁরা নিশ্চিত করে অপর আরেকটি নৌযানে করে রাজধানী ঢাকায় পৌঁছান। তাই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার পরপরই যাত্রীবাহী লঞ্চটি ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় তা আটক করা যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত