Ajker Patrika

বালিয়াডাঙ্গীতে কালভার্টে ধস, ঝুঁকি নিয়ে চলাচল

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৩: ২৬
বালিয়াডাঙ্গীতে কালভার্টে ধস, ঝুঁকি নিয়ে চলাচল

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজারের ধানহাটিতে প্রবেশপথের রাস্তায় থাকা কালভার্টের দক্ষিণ পাশের অংশ ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চাড়োল ও ধনতলা ইউনিয়নের ১০ গ্রামের কয়েক হাজার মানুষ।

সাত মাস ধরে ঝুঁকিপূর্ণ এ কালভার্ট দিয়ে প্রতিদিন পাঁচ শতাধিক যানবাহন নিয়মিত চলাচল করছে। এতে যেকোনো সময় পুরো কালভার্টটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। কালভার্টটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।

লাহিড়ী বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, লাহিড়ী বাজারের পুরোনো সাইকেল হাটি থেকে পতিলাভাষা পর্যন্ত নতুন পাকা নির্মাণের কাজে ব্যবহৃত পাথর বোঝাই ট্রাক যাতায়াতের সময় পুরোনো কালভার্টটি ধসে যায়। পরে বিষয়টি সংশ্লিষ্ট ঠিকাদার ও স্থানীয় প্রকৌশল অধিদপ্তরে জানানো হয়। কিন্তু সাত মাসেও সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

ইজিবাইক চালক আমিরুল ইসলাম জানান, সপ্তাহে দুদিন লাহিড়ী বাজারে লক্ষাধিক মানুষের সমাগম হয়। সোমবার ও শুক্রবার এখানে একটি গাড়ি পার হওয়ার সময় অন্য একটি গাড়িকে দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় বাজারে প্রবেশের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। তবে এখন অনেকেই বাধ্য হয়ে তিন কিলোমিটার ঘুরে উত্তরপাশের প্রবেশপথ দিয়ে বাজারে ঢুকছে বলে জানান তিনি।

ধান বহনের কাজে ব্যবহার করা নছিমনের চালকেরা জানান, অতিরিক্ত তিন কিলোমিটার ঘুরে বাজারে ঢুকতে অতিরিক্ত তেল খরচ হচ্ছে। কিন্তু ভাড়া আগেরটাই নিতে হচ্ছে। কালভার্টটি সংস্কার না করায় তাঁরা ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি করেন।

এ বিষয়ে কথা হলে চাড়োল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী বাবু ও উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, কালভার্টটি সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত