Ajker Patrika

৩ থানায় বিএনপির ৪৫০ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাট প্রতিনিধি
৩ থানায় বিএনপির ৪৫০ জনের বিরুদ্ধে মামলা

আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে অনুষ্ঠেয় বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে জয়পুরহাট জেলার তিনটি থানায় দলটির স্থানীয় নেতাদের আসামি করে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত তিনটি মামলা হয়েছে।

পুলিশের দাবি, তিন উপজেলাতেই বিএনপির নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠক করেছেন। তিন স্থান থেকেই ককটেল উদ্ধার করা হয়েছে। তাই এসব মামলা হয়েছে।

আর বিএনপি নেতাদের দাবি, জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিবাদসহ জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য বিএনপি সারা দেশে সমাবেশ করছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীতেও আগামী ৩ ডিসেম্বর গণসমাবেশের আয়োজন করা হবে। ওই সমাবেশে স্থানীয় নেতারা যাতে কর্মীদের সংগঠিত করে নিয়ে যেতে না পারেন, সে জন্যই মামলাগুলো করা হচ্ছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বলেন, নাশকতার পরিকল্পনা করার অভিযোগ তুলে পুলিশ জেলার তিনটি থানায় তিনটি গায়েবি মামলা করছে। ওই সব মামলায় ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ৪০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশের মূল উদ্দেশ্য, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদসহ জনগণের ভোটের অধিকার আদায়ে বিএনপির আসন্ন সমাবেশ বাধাগ্রস্ত ও পণ্ড করা।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি জয়পুরহাট জেলার সদর, পাঁচবিবি ও কালাই থানায় বিএনপির স্থানীয় ৫০ জন নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০ জন নেতা-কর্মীকে মামলার আসামি করা হয়েছে। সব মামলারই বাদী পুলিশ।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি প্রকৌশলী গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘রাজশাহীর সমাবেশ বানচালের উদ্দেশ্যে পুলিশ আমাদের নেতা-কর্মীদের ভয় দেখানোর জন্য তাঁদের নামে মিথ্যা মামলা করছে।

কিন্তু এসব করে সমাবেশ বানচাল করা যাবে না। সব বাধা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত হবে বলে আমরা বিশ্বাসী।’

জেলার পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা নাশকতার চেষ্টা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে আলামতও সংগ্রহ করেছে। এটাই প্রকৃত ঘটনা। সে অনুযায়ীই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত