Ajker Patrika

১২৩ কেন্দ্রের ৮০টিই ঝুঁকিপূর্ণ, সতর্ক পুলিশ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৬: ০০
১২৩ কেন্দ্রের ৮০টিই ঝুঁকিপূর্ণ, সতর্ক পুলিশ

রাত পোহালেই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১১টি ইউনিয়নে শুরু হবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ। ১২৩টি কেন্দ্রে সকাল ৮টায় শুরু হবে ভোট গ্রহণ। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এসব কেন্দ্রের মধ্যেই ৮০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন। তার মধ্যে আবার ৫৬টিই অধিক ঝুঁকিপূর্ণ। ভোটের দিনে সহিংসতা হতে পারে এমন শঙ্কায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করেছে প্রশাসন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, নির্বাচনের দিন বা পরে সহিংসতার ঘটনা ঘটতে পারে এমন শঙ্কা থেকে উপজেলার ১২৩টি ভোটকেন্দ্রের ৮০টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে ৫৬টি। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৯৩৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৬ হাজার ২৯৯ এবং নারী ১ লাখ ২৩ হাজার ৬৩৯ জন। নির্বাচনে ১১টি ইউনিয়নে ৫৩ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য পদে ৩৯২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চতুর্থ ধাপে আগামীকাল ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ হবে।

ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করছে পুলিশ। ভোটের দিন কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শিরিনা আক্তার বানু বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘শনিবার (আজ) সকাল থেকেই ভোট গ্রহণের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে। তবে ব্যালট পেপার কেন্দ্রে যাবে ভোটের দিন সকালে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত