Ajker Patrika

নগরে ‘সংগ্রাহক মিলনমেলা’

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১২: ৩৮
নগরে ‘সংগ্রাহক মিলনমেলা’

শেবাচিম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ও সংগ্রাহক ডা. মুশফিকুজ্জামান প্রদর্শন করেছেন দুর্লভ ব্যাংক নোট। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের জার্মানির নোট। বরিশাল সানফ্লাওয়ার মানি এক্সচেঞ্জার মনিরুল ইসলাম প্রদর্শন করেন ব্রিটিশ মুদ্রা। বিভিন্ন শ্রেণিপেশার ৩০ সংগ্রাহক সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে বরিশালে একত্রিত হয়েছিলেন। এই সংগ্রাহকদের নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয় ‘সংগ্রাহক মিলনমেলা’। বরিশাল কালেক্টরস সোসাইটি নামের অনলাইন ভিত্তিক এই সংগঠনের সদস্যরা শুক্রবার দুর্লভ ডাকটিকিট, মুদ্রা, ব্যাংক নোট, বই প্রদর্শন করেন।

আয়োজকদের তথ্যমতে, জন্মসূত্রে বা চাকরির সুবাদে যারা বরিশালে বিভাগে অবস্থান করেছিলেন কিংবা করেন তাদের নিয়ে এই সংগঠন এবং মিলনমেলা। নগরীর চৌমাথায় একটি অভিজাত রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় অংশগ্রহণকারী সংগ্রাহকেরা ডাকটিকিট, মুদ্রা, ব্যাংক নোট, কলম, বইসহ বিভিন্ন জিনিস প্রদর্শন করেন।

‘ধান-নদী-খাল, এই তিনে বরিশাল; মুদ্রা কিংবা টাকায়, আমরা আছি একতায়’-এই স্লোগানে এই সংগ্রাহকেরা এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এঁদের একজন ডা. আসিফ আবেদীন হবিগঞ্জের নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। ২০১১ সালে তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। সেই থেকে তার নেশা ডাকটিকিট, কয়েন সংগ্রহ করা।

অনুষ্ঠানে সংগ্রাহক হিসেবে উপস্থিত ছিল রুপালী ব্যাংকের সিনিয়র অফিসার মামুন-উর-রশিদ, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার ডেপুটি ডিরেক্টর আরিফুল ইসলাম, শেবাচিম হাসপাতালের চিকিৎসক ডা. মুশফিকুজ্জামান, উত্তরা ব্যাংকের ম্যানেজার হাসিবুর রহমান, প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনার আল বকর, সানফ্লাওয়ার মানি এক্সচেঞ্জার মনিরুল ইসলাম, ডা. মাঈনুল হাসান প্রমুখ।

বরিশাল বিএম কলেজের উপাধ্যক্ষ এবং ইতিহাসবিদ প্রফেসর ড. এ এস কাইউম উদ্দিন আহমদ বলেন, এই সংগ্রহটা আসলে ইতিহাসেরই একটি অংশ। দেশ বিদেশের ঐতিহাসিক ও দুর্লভ জিনিসপত্র টিকিয়ে রাখার জন্য এ উদ্যোগ অভূতপূর্ব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত