Ajker Patrika

সুপ্রিম কোর্ট দিবস আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৮: ৪৩
সুপ্রিম কোর্ট দিবস আজ

আজ ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস। ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল। দিনটি স্মরণীয় করে রাখতে প্রতিবছর এদিনে সুপ্রিম কোর্ট দিবস পালন করা হয়।

২০১৭ সালের ২৫ অক্টোবর এই দিনটি আনুষ্ঠানিকভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় প্রধান বিচারপতির দায়িত্ব পালনকারী আপিল বিভাগের তৎকালীন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার সভাপতিত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আজ বেলা ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস কমপ্লেক্সে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সম্মানিত অতিথি এবং আইনমন্ত্রী আনিসুল হক বিশেষ অতিথি হিসেবে এ আলোচনায় অংশ নেবেন। এ ছাড়া সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, অন্যান্য বিচারক, বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীরাও এ আয়োজনে উপস্থিত থাকবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত