নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে ধর্ষণের শিকার কিশোরীর পরিবারকে গ্রামছাড়া এবং স্বজনদের বাড়িঘরে লুটপাটের ঘটনায় উপজেলার মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ওই কিশোরীর মা বন্দর থানায় এই মামলা করেন।
মামলার আসামিরা হলেন মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন, আমিনুল শেখ (৪০), আলমগীর (২৫), তাঁর ভাই আল আমিন (২৮), বাবা শুকুর আলী (৪৮), মা নাসিমা, আসলাম (২২) জিয়াদ (৪৫), শরিফ (১৯), আরিফ (২৫), রনি (২১), অনিক (২৩), সুমন (২৫), নিলুফা (৪০) আবু তাহের (৪১) ও শামীম (৪০)।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গত শবে বরাতের রাতে ওই কিশোরীকে আলমগীর ও তাঁর ফুফাতো ভাই রকি মিলে ধর্ষণ করে। এই ঘটনায় তাঁদের দুজনকে আসামি করে বন্দর থানায় মামলা হয়। মামলার দুই দিন পর আসামি রকি ওই কিশোরীর পরিবারের সদস্যদের ধাওয়ায় পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে তিনি হাসপাতালে মারা যান। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়।
পুলিশ জানায়, ওই মামলার পর ধর্ষণ মামলার আসামি আলমগীর ও তাঁর পরিবার চেয়ারম্যানকে ম্যানেজ করে। পরে ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন ও তাঁর ছেলে শুভ হুমকি-ধমকি দিয়ে ভুক্তভোগী কিশোরীর পরিবারকে বাড়িছাড়া করে। এ ছাড়া তাঁদের স্বজনদের পাঁচটি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে।
এই বিষয়ে ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের পক্ষে এক আইনজীবী নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের আদালতে একটি পিটিশন মামলার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জবানবন্দি নিয়ে সেই অভিযোগটি থানায় এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানার ওসিকে নির্দেশ দেন আদালত।
কিশোরীর পক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান খোকন বলেন, ধর্ষণ মামলার দ্বিতীয় আসামি রকি সড়ক দুর্ঘটনায় নিহত হন। অপমৃত্যুর ঘটনাকে হত্যা মামলা রূপ দিয়ে ক্ষমতার অপব্যবহার ও হয়রানিমূলক আচরণ করা হয়েছে। সেই মামলা ঘিরে স্থানীয় চেয়ারম্যান ধর্ষণের শিকার কিশোরীর পরিবারকে গ্রামছাড়া করেছে। তাঁর স্বজনদের বাড়িতে লুটপাট চালিয়েছে।
মামলার বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, আদালতের নির্দেশে এ ঘটনায় দুটি মামলা হয়েছে।
নারায়ণগঞ্জের বন্দরে ধর্ষণের শিকার কিশোরীর পরিবারকে গ্রামছাড়া এবং স্বজনদের বাড়িঘরে লুটপাটের ঘটনায় উপজেলার মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ওই কিশোরীর মা বন্দর থানায় এই মামলা করেন।
মামলার আসামিরা হলেন মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন, আমিনুল শেখ (৪০), আলমগীর (২৫), তাঁর ভাই আল আমিন (২৮), বাবা শুকুর আলী (৪৮), মা নাসিমা, আসলাম (২২) জিয়াদ (৪৫), শরিফ (১৯), আরিফ (২৫), রনি (২১), অনিক (২৩), সুমন (২৫), নিলুফা (৪০) আবু তাহের (৪১) ও শামীম (৪০)।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গত শবে বরাতের রাতে ওই কিশোরীকে আলমগীর ও তাঁর ফুফাতো ভাই রকি মিলে ধর্ষণ করে। এই ঘটনায় তাঁদের দুজনকে আসামি করে বন্দর থানায় মামলা হয়। মামলার দুই দিন পর আসামি রকি ওই কিশোরীর পরিবারের সদস্যদের ধাওয়ায় পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে তিনি হাসপাতালে মারা যান। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়।
পুলিশ জানায়, ওই মামলার পর ধর্ষণ মামলার আসামি আলমগীর ও তাঁর পরিবার চেয়ারম্যানকে ম্যানেজ করে। পরে ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন ও তাঁর ছেলে শুভ হুমকি-ধমকি দিয়ে ভুক্তভোগী কিশোরীর পরিবারকে বাড়িছাড়া করে। এ ছাড়া তাঁদের স্বজনদের পাঁচটি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে।
এই বিষয়ে ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের পক্ষে এক আইনজীবী নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের আদালতে একটি পিটিশন মামলার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জবানবন্দি নিয়ে সেই অভিযোগটি থানায় এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানার ওসিকে নির্দেশ দেন আদালত।
কিশোরীর পক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান খোকন বলেন, ধর্ষণ মামলার দ্বিতীয় আসামি রকি সড়ক দুর্ঘটনায় নিহত হন। অপমৃত্যুর ঘটনাকে হত্যা মামলা রূপ দিয়ে ক্ষমতার অপব্যবহার ও হয়রানিমূলক আচরণ করা হয়েছে। সেই মামলা ঘিরে স্থানীয় চেয়ারম্যান ধর্ষণের শিকার কিশোরীর পরিবারকে গ্রামছাড়া করেছে। তাঁর স্বজনদের বাড়িতে লুটপাট চালিয়েছে।
মামলার বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, আদালতের নির্দেশে এ ঘটনায় দুটি মামলা হয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫