Ajker Patrika

উপসর্গ থাকলেও পরীক্ষা করাননি ৮৫% রোগী

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৫: ০০
উপসর্গ থাকলেও পরীক্ষা করাননি ৮৫% রোগী

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১০ দিনে জ্বর, সর্দিসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ১২০ জন। তাঁদের মধ্যে নমুনা দিয়েছেন মাত্র ৩৯ জন। করোনা শনাক্ত হয়েছেন ১৭ জনের। অর্থাৎ উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা ৮৫ শতাংশ রোগীই নমুনা দেননি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে গতকাল মঙ্গলবার দুপুরে এ তথ্য জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ১০ দিনে মোট চিকিৎসা নিয়েছেন প্রায় ৩ হাজার রোগী। এর মধ্যে জ্বর, সর্দি, হাঁচি-কাশিসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ১২০ জন। উপসর্গ নিয়ে প্রতিদিন গড়ে চিকিৎসা নিয়েছেন ২১২ জনের বেশি। ওই ২ হাজার ১২০ জনের মধ্যে নমুনা দেন ৩৯ জন। বাকি ২ হাজার ৮১ জনই নমুনা দেননি। নমুনা দেওয়া ৩৯ জনের মধ্যে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৩ দশমিক ৫৮ শতাংশ।

সরেজমিনে স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনে ভিড় বেড়েছে রোগীর। চিকিৎসকদের দেখাতে দীর্ঘক্ষণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককেই। কিন্তু অধিকাংশ মানুষেরই মুখে মাস্ক নেই। ন্যূনতম শারীরিক দূরত্বও মানছেন না কেউ।

উপজেলার মুন্সিরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত উল্লাহ বলেন, ‘মতলব দক্ষিণে কয়েক দিন ধরে লক্ষ করছি জ্বর, সর্দি-কাশি ও মৃদু ডায়রিয়ায় রোগীর সংখ্যা বেড়েছে। আইসিডিডিআরবি ও মতলব সরকারি হাসপাতালেও এ চিত্র দেখা গেছে। এ অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাজীব কিশোর বণিক জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ৬৫ শতাংশই জ্বর ও সর্দি-কাশির রোগী। তবে নমুনা পরীক্ষায় অধিকাংশেরই আগ্রহ নেই। এতে সংক্রমণের ঝুঁকি আরও বাড়বে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব গোলাম কাউসার বলেন, সচেতনতার অভাবে উপসর্গ থাকা সত্ত্বেও অধিকাংশ লোকই নমুনা দিচ্ছেন না। এতে তাঁরা বিপদগ্রস্ত হচ্ছেন। অন্যকেও সংক্রমণের ঝুঁকিতে ফেলছেন। করোনা মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষা করাতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত