Ajker Patrika

শাহালম নিহতের খবরে মিষ্টি বিতরণ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৫
শাহালম নিহতের খবরে মিষ্টি বিতরণ

কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহা হত্যা মামলার প্রধান আসামি শাহালম নিহত হওয়ার খবরে মিষ্টি বিতরণের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে পাথুরিয়াপাড়ায় কাউন্সিলর সোহেলের কার্যালয়ের সামনে এ মিষ্টি বিতরণ করা হয়।

কাউন্সিলর সোহেলের সমর্থক-কর্মী ও এলাকাবাসী এই মিষ্টি বিতরণ করেছে বলে জানা গেছে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

গত বুধবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহালম নিহত হন। তিনি নগরীর সুজানগর বউবাজার এলাকার জানু মিয়ার ছেলে। কাউন্সিলর সোহেল হত্যার প্রধান আসামি ছিলেন শাহালম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত