Ajker Patrika

জমে উঠেছে ভোটের প্রচার

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৪: ০৯
জমে উঠেছে ভোটের প্রচার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৪টি ইউপি নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণা জমে উঠেছে। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে ৪টি ইউপিতে। চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত আসনের নারী সদস্য প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে নিজেরদের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভোটারদের কাছে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

৪টি ইউপির মধ্যে ১টি উপাদী উত্তর ইউপিতে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মো. শহীদুল্লাহ প্রধান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ইউপিতে শুধু সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে প্রতিটি ওয়ার্ডেই একের অধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে উপাদী দক্ষিণ ইউপির চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা প্রধান, স্বতন্ত্র প্রার্থী ইউসুফ পাটওয়ারী (আনারস), ইসলামি আন্দোলন বাংলাদেশের আনিছুর রহমান (হাতপাখা)।

নায়েরগাঁও উত্তর ইউপিতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান মোল্লা (ঘোড়া)। নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম মামুন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী কোকিল তালুকদার (আনারস), ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মো. ওমর ফারুক কোকিল (আনারস), নাছির আহমেদ অরুন (ঘোড়া)।

এ ৪টি ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য (মেম্বার) ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭৭ জন প্রার্থী মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইউপির বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার, চায়েরস্টলসহ বিভিন্ন আড্ডস্থলে এখন শুধু চলছে নির্বাচনী আলোচনা। এ নির্বাচনে কার জনপ্রিয়তা কতটুকু এ নিয়ে চলছে কর্মী-সমর্থকদের মাঝে জল্পনা-কল্পনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত