Ajker Patrika

অবৈধভাবে চলছে কলার হাট

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৫: ২৪
অবৈধভাবে চলছে কলার হাট

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাইট বাজারে অবৈধভাবে চলছে কলাহাট। দরপত্রবিহীন অবৈধভাবে কলাহাটটি বসিয়ে প্রতিনিয়ত টোল আদায় করছেন স্থানীয় কিছু ব্যক্তি। এতে একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার, সেই সঙ্গে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় কৃষকেরা।

জানা গেছে, ২০২১ সালের জুলাই থেকে ভাইট বাজারের ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে কলাহাট বসান ওই এলাকার হাফিজুর রহমান, আতিয়ার রহমান, টিটু ও আবু বক্কর। সপ্তাহের নির্দিষ্ট দিনে অন্যান্য হাট বসলেও অবৈধ ওই হাট প্রতিদিন বসানো হচ্ছে। সেই সঙ্গে হাটের সঙ্গে জড়িতরা রাস্তায় কলা পরিবহনের ভ্যানসহ অন্যান্য যানবাহন ঠেকিয়ে জোরপূর্বক ওই হাটে নিতে বাধ্য করছেন। এতে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন ওই এলাকার কৃষকেরা। সেই সঙ্গে ঝিনাইদহ শহরের পৌর কলা হাটসহ অন্যান্য হাটে কলা নিয়ে যেতে পারছেন না কৃষক।

শৈলকুপা উপজেলার গোলকনগর গ্রামের কলাচাষি মাসুম বিল্লাহ বলেন, ‘আমার নিজের জমির কলা বিক্রি জন্য ঝিনাইদহ পৌর হাটে নিয়ে যাচ্ছিলাম। ভাইট হাটের সামনে এলে আতিয়ার রহমান জোর করে ভ্যান থেকে কলা নামিয়ে নেন। আমার যে কলা তা প্রতি কাঁদি ৪০০ টাকা বিক্রি হওয়ার কথা ছিল। কিন্তু এরা ২০০ টাকা করে দিয়েছেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার আরেক কৃষক বলেন, ‘আমি কলা নিয়ে ঝিনাইদহ যাচ্ছিলাম। ভাইট হাটের সামনে গেলে জোর করেই আমার কলা হাটে নিয়ে যাওয়া হয়। সেখানে কম দামে আমার কলা দিতে হয়। আবার টাকাও বাকি রাখে। কিছু বললে, টিটু মারতে আসে।’

এদিকে অবৈধ ওই কলাহাটের কারণে লোকসানের সম্মুখীন হচ্ছে ঝিনাইদহ পৌর হাটসহ অন্যান্য হাটের ইজাদাররা। অবৈধ ওই কলাহাট বন্ধের জন্য জেলা প্রশাসক, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, ‘আমি কলা বিক্রির ১ লাখ ৭০ হাজার টাকা পাই। প্রত্যেক দিন ঘুরছি তাঁদের কাছে। টাকা তো দিচ্ছেই না। গেলে খারাপ ব্যবহার করছেন।’

অভিযুক্ত হাট মালিক হাফিজুর রহমান বলেন, ‘আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। আমি ডিসি সাহেবের কাছে কাগজ দিয়েছি। মনে হয়, তাড়াতাড়িই কাজ হয়ে যাবে। আমি কারও কলা জোর করে নিই না। যার যেখানে খুশি বিক্রি করুক।’

এ বিষয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা বলেন, ‘এর আগে হাটটি বন্ধ করে দিয়েছিলাম। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত