Ajker Patrika

স্বাস্থ্যবিধি মেনে মণ্ডপে মণ্ডপে সরস্বতী দেবীর আরাধনা

ময়মনসিংহ ও বাকৃবি প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৫৪
স্বাস্থ্যবিধি মেনে মণ্ডপে মণ্ডপে সরস্বতী দেবীর আরাধনা

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন করা হয়েছে জ্ঞান, বিদ্যা ও আরাধনার দেবী সরস্বতী পূজা। এই উপলক্ষে গতকাল শনিবার সকালে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ পাড়া-মহল্লায় অস্থায়ী মণ্ডপ স্থাপন করে বর্ণিল আয়োজনে চলে দেবী বন্দনা।

জানা গেছে, নগরীর রামকৃষ্ণ মিশন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ, আনন্দমোহন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ, রয়েল মিডিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মণ্ডপে মণ্ডপে শিক্ষার্থীরা বিদ্যা দেবীর আরাধনায় ব্যস্ত সময় পার করেন।

শিক্ষা রানী চৌহান বলেন, সকাল থেকেই পূজা শুরু হয়। কলেজে এসে দেবীর আরাধনা করে বন্ধু-বান্ধবের সঙ্গে সময় কাটাচ্ছি। পূজার দিন উপলক্ষে আমরা একটু বাড়তি আনন্দ উপভোগ করি।

আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ নীহার রঞ্জন রায় বলেন, স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে কলেজে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে সীমিত পরিসরে শিক্ষক-শিক্ষার্থীরা কলেজে এসে প্রার্থনা করছে। করোনা মহামারি থেকে স্রষ্টা সবাইকে রক্ষা করুক, এটাই চাওয়া।

এদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে সরস্বতী পূজা উদ্‌যাপন করা হয়েছে। গতকাল শনিবার সকালে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় মন্ত্র পাঠের মাধ্যমে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি অধ্যাপক ড. গোপাল দাস, সদস্যসচিব ড. চয়ন গোস্বামী, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এম এ সালাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. গোলাম ফারুক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত