Ajker Patrika

নির্মাণ হচ্ছে তমিজের স্মৃতিফলক

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৫: ১২
নির্মাণ হচ্ছে তমিজের স্মৃতিফলক

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার এলাকায় শহীদ ক্যাপ্টেন তমিজ উদ্দিন বীরবিক্রমের স্মৃতিচিহ্ন ধরে রাখতে ফলক নির্মাণের কাজ চলছে।

আজকের পত্রিকায় গত ৬ আগস্ট তমিজের স্মৃতি ধরে রাখার দাবি শিরোনামে সংবাদ প্রকাশ হলে উপজেলা পরিষদের উদ্যোগে গত ১ নভেম্বর এই ফলক নির্মাণের কাজ উদ্বোধন হয়।

উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, তমিজ উদ্দিনের স্মৃতিফলক নির্মাণে কালীগঞ্জ উপজেলা পরিষদ দুই লাখ টাকা বরাদ্দ দিয়ে তোরণ নির্মাণের কাজ দ্রুত করার জন্য উপজেলা প্রকৌশলীকে বলে। পরে অক্টোবর মাসেই তোরণ নির্মাণের কাজ শুরু করে উপজেলা প্রকৌশলীর দপ্তর। কিন্তু কাজ শুরু করা হলে আকস্মিক বন্যার কারণে কিছুদিন কাজ বন্ধ থাকে। বর্তমান আবারও শুরু হয়েছে।

স্থানীয়রা জানান, বর্তমান প্রজন্মের কাছে শহীদ ক্যাপ্টেন তমিজ উদ্দিনের আত্মত্যাগের কথা তুলে ধরতে ২০০৯ সালে কালীগঞ্জ উপজেলা পরিষদ একটি তোরণ নির্মাণের পরিকল্পনা করে। কিন্তু অজ্ঞাত কারণে সেই তোরণ আর আলোর মুখ দেখেনি। এ ছাড়া এক সময় তুষভান্ডার বাজার থেকে আমিনগঞ্জ সড়কে শহীদ ক্যাপ্টেন তমিজ উদ্দিনের নামে একটি নাম ফলক ছিল। বাজারের রাস্তার কাজ করার সময় সেটিও ভেঙে পড়ে।

উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মো. শামসুজ্জামান বলেন, বরাদ্দ পাওয়ার পরেই কাজ শুরু করা হয়েছে ডিসেম্বর মাসেই কাজ শেষ করার চেষ্টা করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত