Ajker Patrika

১৮ ঘণ্টা বিদ্যুৎ নেই তিন উপজেলায়

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬: ১৪
১৮ ঘণ্টা বিদ্যুৎ নেই তিন উপজেলায়

কিশোরগঞ্জের পল্লী বিদ্যুৎ সরবরাহ লাইনে ইনসুলেটর বিস্ফোরণ ঘটেছে। এতে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলায় গত রোববার রাত ১০টা থেকে গতকাল সোমবার বিকেল ৪টা পর্যন্ত আঠারো ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ কারণে ভোগান্তিতে পড়ে পল্লী বিদ্যুতের ৬৮ হাজার গ্রাহক। বন্ধ ছিল বিদ্যুৎ নির্ভর সব প্রতিষ্ঠান।

মিঠামইন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে হঠাৎ ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাতেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজে নামে একাধিক দল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লাইনের ত্রুটি শনাক্ত করতে দেরি হয়। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে করিমগঞ্জের নিয়ামতপুর সাঁকোয়া বাজার ও বালিখলার মধ্যবর্ত্তীস্থানে ত্রুটি শনাক্ত হয়। তারপর মেরামতের করে সোয়া ৪টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিঠামইন জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. জসিম উদ্দিন বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমদের একাধিক দল কাজে নামে। বালিখলা ও সাঁকোয়া বাজার এলাকায় ইনসুলেটর বিস্ফোরণে সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর মেরামত করে বিদ্যুৎ সরবরাহ চালু হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত