Ajker Patrika

খ্যাতিমান মডেল থেকে ইউপি চেয়ারম্যান প্রার্থী

রাশেদুজ্জামান, মেহেরপুর
আপডেট : ১৪ জুন ২০২২, ১৪: ৩২
খ্যাতিমান মডেল থেকে ইউপি চেয়ারম্যান প্রার্থী

ভারতের সেরা পাঁচ ও বিশ্বে ১০০ মডেলের মধ্যে একজন মেহেরপুরের আসিফ আযীম। সবাইকে চমকে দিয়ে তিনি এবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। ১৫ জুন আসিফ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউপি থেকে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এক যুগ ধরে ভারতবর্ষ ও বিশ্বে রাজত্ব করেছেন আসিফ আযীম। অংশ নিয়েছেন আন্তর্জাতিক ও দেশীয় সব বিজ্ঞাপনে। নাম লিখিয়েছেন সেরা তারকাদের খাতায়।

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে আশরাফুল আযীম ও গোলাপি খাতুনের সাত সন্তানের মধ্যে আসিফ ষষ্ঠ। ছোটবেলা থেকেই অনুকরণ করতেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফ্যাশন মডেল ও নকশাকার বিবি রাসেলকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হলেও মডেল হওয়ার স্বপ্ন বাস্তবায়নে ছুটলেন ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। একপর্যায়ে চলে যান ভারতে। সুযোগ পান একটি বিজ্ঞাপনে মডেলিং করার। পরে জনপ্রিয় টিভি শো বিগ বসে স্থান পান টপ সেভেনে।

আসিফ আযীম বলেন, ‘মডেল ও জনপ্রতিনিধিদের কাজের ধরন একেবারেই আলাদা। মডেলিংয়ের পাশাপাশি মানব সেবায় মনোনিবেশ করতে চাই। প্রথম দিকে কাজটি অনেক কঠিন ছিল। অনেকে মানুষই আমাকে মেনে নিতে পারেননি। কিন্তু এখনকার পরিস্থিতিটা ভিন্ন। প্রচার প্রচারণায় যাওয়ার পর সাড়া পাচ্ছি নতুন প্রজন্ম ও প্রবীণদের। এখন সবাই আমাকে গ্রহণ করে ফেলেছেন। ভোটে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

নির্বাচনে জয়ী হলে ডিজিটাল একটি ইউনিয়ন গঠন করে জনগণর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চান আসিফ আযীম। তিনি বলেন, মানুষকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করতে চাই। জয়ী হলে ঘর বসেই যাতে মানুষ সেবা পেতে পারে সেই লক্ষ্যে কাজ করব। বিশেষ করে জন্মনিবন্ধন থেকে শুরু করে ডিজিটাল যে কাজগুলো রয়েছে সেগুলোতে যাতে কোনোভাবেই মানুষ ভোগান্তির শিকার না হয় সেদিকে খেয়াল রাখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত