Ajker Patrika

কয়েনের স্তম্ভ বানিয়ে গিনেস বুকে নুসরাত

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৩: ২৯
কয়েনের স্তম্ভ বানিয়ে গিনেস বুকে নুসরাত

একটির ওপর আরেকটি কয়েন রেখে স্তম্ভ বানিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন বরিশালের নুসরাত জাহান নিপা। নাম লিখিয়েছেন গিনেস বুকে। গত মঙ্গলবার গিনেস রেকর্ডের সনদ হাত পেয়েছেন নুসরাত।

১ মিনিটে ৭১টি কয়েনের স্তম্ভ বানিয়ে আগের রেকর্ড ভেঙেছেন নুসরাত। আগের রেকর্ডটি ছিল এক ইতালীয় নাগরিকের, ১ মিনিটে ৬৯টি কয়েন স্তূপ করে স্তম্ভ বানিয়েছিলেন তিনি।

নুসরাত জাহান নিপা (৩০) বরিশাল নগরের দক্ষিণ সাগরদী এলাকার বাসিন্দা। তাঁর বাবা দেওয়ান আব্দুর রশিদ এবং মার নাম পারভীন। সরকারি বিএম কলেজ থেকে রসায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করছেন নিপা। তার স্বামী কাজী সামসুজ্জামান ব্যাংক কর্মকর্তা।

নুসরাত বলেন, ‘গত বছর করোনাকালীন সময়ে লকডাউনে ঘরে বসে ইউটিউবে একটা ভিডিও দেখতে পাই। যেখানে একটার ওপর একটা কয়েন স্তূপ করে টাওয়ারের মতো তৈরি করা হচ্ছে। ২০১৫ সালে ১ মিনিটে ৬৯টি কয়েন স্তূপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান ইতালিয়ান নাগরিক সালভিয়া সাবা। তিনি পারলে আমি কেন পারব না এমন একটি সংকল্প মাথায় নিয়ে শুরু করি। চলতি বছরের আগস্টে আবেদন জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। গত ২৪ নভেম্বর প্রমাণসহ ভিডিও বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য পাঠিয়ে দিই। ১ মিনিটে একটার ওপর আরেকটা কয়েন রেখে মোট ৭১টি কয়েন রাখার বিষয় নিশ্চিত হওয়ায় আমাকে রেকর্ডের স্বীকৃতি দেন তাঁরা।’ নুসরাত জানান, গিনেস রেকর্ডের স্বীকৃতি পাওয়ার পর স্বামীসহ মা-বাবা, শ্বশুরবাড়ির লোকজন সবাই এখন অনেক খুশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...