ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে অবৈধভাবে সরকারি খাল দখলের মহোৎসব চলছে। এতে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে হাজার হাজার একর ফসলি জমি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় স্থানীয় কৃষকেরা ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে তাঁরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে স্মারকলিপি দিলেও দখল উচ্ছেদের কোনো উদ্যোগ চোখে পড়েনি। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উপজেলার ১ নম্বর বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাড়খাদিয়া গ্রামে সরেজমিনে দেখা গেছে, ওই গ্রামের সরকারি খালের ওপরে পাকা দালান নির্মাণ করেছেন এক প্রভাবশালী ব্যক্তি। এতে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।
পাকা দালানের কারণে খাড়খাদিয়া গ্রামের ফসলি জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। যে কারণে ফসল উৎপাদনে লক্ষ্যমাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একাধিকবার এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। তবে প্রশাসন এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বাধা দেওয়া হলেও দখলদার প্রভাবশালী হওয়ায় তা উপেক্ষা করেন।
এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় স্থানীয় বাসিন্দা নুরুল আমিন, আবুল কালামসহ বেশ কয়েকজনের। তাঁরা বলেন, সরকারি খালের ওপর স্থানীয় অলি উল্যাহ দালান নির্মাণ করেছেন। ফলে তাঁদের জমিতে চাষবাস ঝুঁকিতে পড়েছে। তাঁরা বারবার অভিযোগ করলেও কোনো সমাধান হচ্ছে না। অবৈধ দালানের কারণে জমিতে পানি আটকে পড়ছে। ফলে জমিতে প্রত্যাশিত ফসল পাচ্ছেন না তাঁরা। বিষয়টির সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি করেন ওই ব্যক্তিরা।
খালের ওপর দালান নির্মাণের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত অলি উল্যা দাবি করেন, ‘আমার জমিতে মাদ্রাসা নির্মাণ করেছি। পাশে খালের ওপরে কিছু অংশ রয়েছে। আমি খুব দ্রুত সময়ের মধ্যে ভেঙে ফেলব।’
সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, ‘আমি খাল খনন করার সময় অলি উল্যাকে বলেছি দালান ভেঙে দিতে। তিনি পরে ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ বিষয়ে কৃষকদের কথা বিবেচনা করে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছি। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থাই নেয়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি বলেন, ‘আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁদপুরের ফরিদগঞ্জে অবৈধভাবে সরকারি খাল দখলের মহোৎসব চলছে। এতে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে হাজার হাজার একর ফসলি জমি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় স্থানীয় কৃষকেরা ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে তাঁরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে স্মারকলিপি দিলেও দখল উচ্ছেদের কোনো উদ্যোগ চোখে পড়েনি। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উপজেলার ১ নম্বর বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাড়খাদিয়া গ্রামে সরেজমিনে দেখা গেছে, ওই গ্রামের সরকারি খালের ওপরে পাকা দালান নির্মাণ করেছেন এক প্রভাবশালী ব্যক্তি। এতে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।
পাকা দালানের কারণে খাড়খাদিয়া গ্রামের ফসলি জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। যে কারণে ফসল উৎপাদনে লক্ষ্যমাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একাধিকবার এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। তবে প্রশাসন এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বাধা দেওয়া হলেও দখলদার প্রভাবশালী হওয়ায় তা উপেক্ষা করেন।
এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় স্থানীয় বাসিন্দা নুরুল আমিন, আবুল কালামসহ বেশ কয়েকজনের। তাঁরা বলেন, সরকারি খালের ওপর স্থানীয় অলি উল্যাহ দালান নির্মাণ করেছেন। ফলে তাঁদের জমিতে চাষবাস ঝুঁকিতে পড়েছে। তাঁরা বারবার অভিযোগ করলেও কোনো সমাধান হচ্ছে না। অবৈধ দালানের কারণে জমিতে পানি আটকে পড়ছে। ফলে জমিতে প্রত্যাশিত ফসল পাচ্ছেন না তাঁরা। বিষয়টির সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি করেন ওই ব্যক্তিরা।
খালের ওপর দালান নির্মাণের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত অলি উল্যা দাবি করেন, ‘আমার জমিতে মাদ্রাসা নির্মাণ করেছি। পাশে খালের ওপরে কিছু অংশ রয়েছে। আমি খুব দ্রুত সময়ের মধ্যে ভেঙে ফেলব।’
সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, ‘আমি খাল খনন করার সময় অলি উল্যাকে বলেছি দালান ভেঙে দিতে। তিনি পরে ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ বিষয়ে কৃষকদের কথা বিবেচনা করে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছি। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থাই নেয়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি বলেন, ‘আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫