Ajker Patrika

মেহেন্দীগঞ্জে নির্বাচন ঘিরে বাড়ছে সংঘাত

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১০: ৫১
মেহেন্দীগঞ্জে নির্বাচন ঘিরে বাড়ছে সংঘাত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, তত সহিংস রূপ নিচ্ছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ২ নম্বর লতা ইউনিয়ন। এ ইউনিয়নে একের পর এক ঘটছে অপ্রীতিকর ঘটনা। সম্প্রতি নির্বাচনকে ঘিরে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান নেহালের ওপর হামলা চালিয়ে আহত করা হয়। এই ঘটনায় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. তাজুল ইসলামকে অভিযুক্ত করে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, করোনাকালে লতা ইউনিয়নের বাসিন্দাদের জন্য চেয়ারম্যান নেহালের কাছে ২০০ প্যাকেট ত্রাণসামগ্রী দেয় বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, যা উপজেলা চেয়ারম্যান এবং ওই কোম্পানির লোকজন নিয়ে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল। এই ত্রাণ নিয়ে বিরোধ বাধে ইউপি সদস্য মো. তাজুল ইসলাম ও স্বপন চৌধুরীর সঙ্গে।

ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেন এই দুই ইউপি সদস্য। অভিযোগের প্রেক্ষিতে ইউএনও উপজেলা মৎস্য অফিসারকে তদন্ত দেন। তবে সেই তদন্তে কোনো অনিয়ম পাওয়া যায়নি।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল বলেন, ‘নির্বাচন আসায় তাঁর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হেনস্তা করার চেষ্টা করছে একটি মহল। প্রকাশ্যে কয়েকজন ইউপি সদস্য থাকলেও এর নেপথ্যে ইউপি নির্বাচনে যারা অংশগ্রহণ করতে চান তাঁদের কূটকৌশল রয়েছে।’

তবে এসব অভিযোগের কোনো সত্যতা না থাকায় গত ২৬ অক্টোবর তাঁর ওপর হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছেন চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল। হামলার ঘটনায় ইউপি সদস্য স্বপন চৌধুরীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

তবে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. তাজুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান নেহালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। চেয়ারম্যানের ওপর হামলার সঙ্গে আমরা জড়িত নই।’

এ ব্যাপারে মেহেন্দীগঞ্জের লতা ইউনিয়নের ইউপি সদস্য কামাল হোসেন, মজিবুর রহমান মিয়া ও সায়মা আক্তার বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এই ইউনিয়নে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছে।

কাজিরহাট থানার তদন্ত কর্মকর্তা এসআই ওয়াহিদ সাংবাদিকদের জানান, লতা ইউপি চেয়ারম্যানকে হামলার দিনই স্থানীয় জনতা হামলাকারীকে ধরে পুলিশে দেয়। মামলাটি তদন্তাধীন রয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...