Ajker Patrika

শীতবস্ত্র দেরীতে কেন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১২: ৫১
শীতবস্ত্র দেরীতে কেন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় শীত অনুভূত হচ্ছে। সন্ধ্যা থেকে ঠান্ডা হাওয়া বইছে যা রাত গভীর হলে বাড়ছে। এমনকি সকাল বাড়ার সঙ্গে সঙ্গেও শীত অনুভূত হচ্ছে। এতে বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ।

জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ঠাকুরগাঁও জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে।

গত তিন দিন ধরে ঘন কুয়াশায় সড়ক ও মহাসড়কে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে। তীব্র শীতের ফলে বিপর্যস্ত হয়ে পড়ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দুর্ভোগে পড়ছেন ছিন্নমূল ও অসহায় শীতার্ত মানুষ। আর জীবিকার তাগিদে ভোরে শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবী মানুষ পড়ছেন বিপাকে।

বড়বাড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের দিনমজুর কলিম উদ্দীন ও তাঁর বড় ছেলে জহিরুল ইসলাম বলেন, ‘প্রতিদিন অন্যের বাড়িতে কাজ না করলে আমাদের সংসার চলে না। কয়েক দিন ধরে শীত বেড়েছে। তীব্রতা আরেকটু বাড়লে কাজে যাওয়া বন্ধ হয়ে যাবে। সরকারিভাবে এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি।’

দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামের দিনমজুর সলেমান আলী বলেন, ‘প্রতি বছর যখন শীত যাবে যাবে এমন সময়ে সরকারি ও এনজিওগুলো শীতবস্ত্র দিতে এলাকায় আসে। এসব শীতবস্ত্র তখন নিয়ে কোনো লাভ হয় না। শীতের শুরুতে যদি এসব শীতবস্ত্র পেতাম। কষ্ট অনেক লাঘব হতো।’

বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ৮ ইউনিয়নের জন্য ৩ হাজার ৫০০ শীতবস্ত্র ১ম পর্যায়ে বরাদ্দ পেয়েছি। ইতিমধ্যে কয়েকটি ইউনিয়নের বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সব স্থানে বিতরণ কার্যক্রম চলবে।’ সরকারিভাবে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত