Ajker Patrika

তিন নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৫০
তিন নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম

বন্দর থেকে ট্রেইলারে করে স্ক্র্যাপ নিয়ে কারখানায় যাওয়ার পথেজিপিএইচ ইস্পাত লিমিটেডের তিন নিরাপত্তাকর্মীকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার নগরীর সদরঘাট থানার বাংলাবাজার ও আনু মাঝির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ছুরিকাহত ব্যক্তিরা ওই কারখানার স্ক্র্যাপবাহী গাড়ির নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে জিপিএইচ ইস্পাত কারখানার অ্যাডভাইজার সিকিউরিটি অ্যান্ড লজিস্টিকস কর্নেল (অব.) মো. শওকত উসমান আজকের পত্রিকাকে বলেন, ‘ছুরিকাহতরা স্ক্র্যাপবাহী গাড়ি স্কট দিয়ে কারখানায় নিয়ে আসতেন। সোমবার দুপুরে স্ক্র্যাপ নিয়ে আসার সময় দুটি গাড়িতে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে আমাদের তিনজন নিরাপত্তাকর্মী আহত হন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ আবু সুফিয়ান (২৭), মোহিনী কুমার চাকমা (২৫) ও মো. সাইফুল ইসলাম (১৮)।

জানা গেছে, সুফিয়ান ও মোহিনী চাকমাকে বেলা ১টার দিকে সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় ছুরিকাঘাত করা হয়। আর সাইফুলকে বেলা দেড়টার দিকে আনু মাঝির ঘাট এলাকায় ছুরিকাঘাত করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১টার দিকে মাঝির ঘাট থেকে স্ক্র্যাপ নিয়ে কারখানায় যাওয়ার পথে ট্রেইলারকে স্কট দেওয়া লেগুনা গাড়িতে ১৩ থেকে ১৪ জন যুবক হঠাৎ আক্রমণ করেন। এ সময় স্কট গাড়িতে থাকা দুজনকে তাঁরা কুপিয়ে আহত করেন। পরে তাঁরা এলাকা থেকে সরে পড়েন। এ ছাড়া বেলা দেড়টা দিকে আনু মাঝির ঘাট এলাকায় আরেকটি স্কট গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ওই গাড়িতে থাকা এক নিরাপত্তাকর্মীকে তারা কুপিয়ে আহত করে।

এ বিষয়ে জানতে চাইলে নগরীর সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমরা অবগত হয়েছি। কে বা কারা এ হামলা করেছে, এখনো আমরা নিশ্চিত হইনি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত আমরা জিপিএইচ ইস্পাত কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অভিযোগ পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত