Ajker Patrika

বিনা মূল্যে সার বীজ পেলেন কৃষক

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৬: ৩১
বিনা মূল্যে সার  বীজ পেলেন কৃষক

ঝালকাঠিতে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আমির হোসেন আমু বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। সরকার সব সময় কৃষকদের পাশে থেকে তাঁদের সব ধরনের সহযোগিতা করে আসছে। আর কৃষকেরা দক্ষতার সঙ্গে কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করছে।’ তিনি বলেন, ‘যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই কৃষকদের বিনা মূল্যে ও ন্যায্য মূল্যে সার-বীজ দেওয়া হয়। যারা ক্ষমতায় আসতে চান, তারা কোনো দিন কৃষকের জন্য কাজ করেনি। তাদের ক্ষমতায় আসার কথা বললে “বিএনপি সরকার সেই দিন ১৮ জন কৃষক গুলি করে হত্যা করেছিল” সেই কথা চলে আসে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির প্রমুখ। সভাপতিত্ব করেন ইউএনও সাবেকুন নাহার। ৩ হাজার ৭৫০ জন কৃষকের মধ্যে ২ কেজি করে ভুট্টার বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত