Ajker Patrika

দুর্গাপুরে টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড়

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৭: ৩০
দুর্গাপুরে টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড়

নেত্রকোনার দুর্গাপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে কম মূল্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রয় করা হচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে পৌর শহরের শহীদ মিনার চত্বরে এর কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মো. আলা উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, পৌর সচিব তৌহিদুল ইসলাম, থানা পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান, পৌর কাউন্সিলর নুরুল আকরাম খান ও আল আমিনসহ অনেকে।

জানা গেছে, পৌরসভার ৯টি ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের কাছে টিসিবি পণ্য পৌঁছে দিতে সুবিধাভোগী পরিবারের তালিকা তৈরি করা হয়। তালিকা অনুযায়ী ৩ হাজার ৫২৮টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয় পৌরসভা কর্তৃপক্ষ। টিসিবি ৪৬০ টাকার একটি প্যাকেজে প্রত্যেক পরিবার ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দামে ২ কেজি চিনি, ৬৫ টাকা দামে ২ কেজি মসুর ডাল পাচ্ছে।

পণ্য কিনতে আসা ক্রেতা আয়েশা খাতুন বলেন, ‘বাজার মূল্যের থেকে কম দামে পণ্য পাওয়ায় আমরা অনেক খুশি।’

টিসিবি পণ্য নিতে আসা আরেক ক্রেতা নুর মোহাম্মদ জানান, ‘প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে দিনমজুর অসহায় মানুষ কষ্টের মধ্য দিয়ে দিন পার করছে। রমজানের আগে কম মূল্যে পণ্য পেয়ে আমরা খুশী।’

পৌর মেয়র মো. আলা উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় গরিব মানুষের কথা ভাবেন। যে কারণে তিনি দরিদ্র জনগোষ্ঠীর নিকট পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত