Ajker Patrika

মিথ্যা মামলার ঘানি টানছেন ভ্যানচালক

ডুমুরিয়া প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২২, ১২: ৩২
মিথ্যা মামলার ঘানি টানছেন ভ্যানচালক

মামলার নথির সঙ্গে নাম ঠিকানার কোনো মিল না থাকলেও আসামির তকমা নিয়ে দিন গুনছেন মো. আজিজুল ইসলাম খাঁ নামে এক দিনমজুর ভ্যানচালক। এ মামলায় তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। কিন্তু মামলার নথির সঙ্গে নাম ঠিকানার কোনো মিল না থাকায় তাকে জামিন দেন আদালত।

মামলার নথিতে আসামির নাম লেখা আছে মো. আজিজুর রহমান। জামিন পেলেও মামলা থেকে মুক্তি পাননি আজিজুল ইসলাম খাঁ। আবার আদালত তাকে হাজির হতে বলেছে। ডুমুরিয়া থানার এসআই হাফিজুর রহমান বলেন, নামের অনেকটা মিল থাকায় আমরা তাকে ধরে আদালতে চালান দেই। পরে জানা গেছে তিনি অভিযুক্ত ব্যক্তি নন।
খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন মালি জানান, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চুকনগর গ্রামের নুর আলী খাঁ ও নেকজান বেগমের ছেলে মো. আজিজুল ইসলাম খাঁ একজন দরিদ্র ভ্যানচালক। কিছুদিন আগে পুলিশ তার বাড়িতে এসে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে দেখা যায় তার নামে চেকের মামলা হয়েছে। তার নিজের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও এবং মামলার নথির সঙ্গে নাম ঠিকানারও কোনো মিল না থাকলেও তিনি এখন মামলার আসামি।

মামলার নথিতে আসামির নাম লেখা আছে মো. আজিজুর রহমান। তার পিতার নাম মো. নুর আহমাদ (মোহম্মদ), মা মৃত ফাতেমা বেগম। তাঁর গ্রাম-খুকনগর, ডুমুরিয়া, খুলনা। এটি ভ্যানচালকের নাম ঠিকানার সঙ্গে কোনো মিল নেই।

মামলার বাদী নিটল মটরস্ লিমিটেডের আইন কর্মকর্তা ও মো. বিল্লাল হোসেনের ছেলে মো. আলী হোসেন দুটি চেকের মামলায় তার কাছে ১৬ হাজার ৫১ টাকা পাবেন বলে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী আজিজুল ইসলাম খাঁ বলেন, আমরা মূর্খ মানুষ। ব্যাংক অ্যাকাউন্ট কি তা আমরা বুঝি না। মামলার নথির সঙ্গে আমার নাম ঠিকানার কোনো মিল না থাকলেও পুলিশ আমাকে ধরে নিয়ে চালান দেয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত