Ajker Patrika

ঋণখেলাপি হাসনাইন ধরা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৪: ৪৩
ঋণখেলাপি হাসনাইন ধরা

২২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫৫৫ কোটি টাকা ঋণখেলাপের পর বিদেশে পালিয়েছিলেন চট্টগ্রামের রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের মালিক পটিয়ার হারুন অর রশিদ, স্ত্রী আনজুমান আরা বেগম ও ছেলে হাসনাইন হারুন।

প্রতিষ্ঠানটির মালিক এই তিনজনের মধ্যে হাসনাইন হারুন গোপনে দেশে ফিরে গত রোববার রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের করা ৩৯ মামলার মধ্যে ১৫টিতে সাজার রায় হয়েছে। বিচারাধীন রয়েছে ২৪ মামলা।

পুলিশ সূত্রে জানা গেছে, হারুন অর রশীদ ও স্ত্রী আনজুমান আরা বেগম বিদেশে পলাতক রয়েছেন। তাঁদের ছেলে হাসনাইন হারুনও বিদেশে পলাতক ছিলেন। তবে গোপনে দেশে ফিরে গত রোববার রাতে চট্টগ্রামের হালিশহরের ব্যারিস্টার আবাসিক এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। রুবাইয়া ভেজিটেবল অয়েলের ইন্ডাস্ট্রির পরিচালক হাসনাইন হারুনকে গত সোমবার বিকেলে আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন বলেন, ‘হাসনাইনের বিরুদ্ধে চেক প্রতারণার ১৫টি মামলায় সাজা হয়েছে। তা ছাড়া আরও ২৪টি মামলায় তাঁর বিচার চলমান রয়েছে। আদালত থেকে এসব মামলায় হাসনাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আমরা দীর্ঘদিন ধরে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছিলাম।’

এদিকে চট্টগ্রাম অর্থঋণ আদালত সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেডসহ ২২ আর্থিক প্রতিষ্ঠান থেকে রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি ৫৫৫ কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংকের পাওনা রয়েছে ১১৮ কোটি টাকা, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক ৮৫ কোটি টাকা, জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংক ৭৩ কোটি টাকা করে এবং সাউথইস্ট ব্যাংক ৭০ কোটি টাকা।

ঋণখেলাপের কারণে রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের মালিকপক্ষের বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান।

এ ব্যাপারে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বলেন, ‘রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছে ২২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৫৫০ কোটি টাকা পাওনা রয়েছে।

জানা গেছে, হারুন অর রশীদের বাড়ি পটিয়া উপজেলায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত