বগুড়া প্রতিনিধি
সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে রংপুর বাফার গুদামে সার নিয়ে যাবেন ব্যবসায়ী আব্দুস সামাদ। এই উদ্দেশ্যে তিনি ট্রাক ভাড়া করেন। তবে চালক তাঁর সার রংপুরে নিয়ে যাননি। বগুড়ায় এসে বিক্রি করে দিয়েছেন। এমন অভিযোগে ৩৬০ বস্তা ইউরিয়া সারসহ সার আত্মসাৎকারী চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গত শুক্রবার রাতভর অভিযান চালিয়ে বগুড়ার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় সার বহনকারী ট্রাকও। গতকাল শনিবার দুপুরে ওই পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার নন্দীগ্রামের কৈগাড়ী সোনারপাড়া এলাকার আব্দুল আলীম (৫০), শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার আল আমিন ওরফে আলাউদ্দিন (৩৫), ধুনট উপজেলার নিমগাজি উত্তরপাড়ার মামুনুর রশিদ মামুন (৪৮), একই উপজেলার সরুগ্রাম এলাকার সজল (৩৫) এবং চুনিয়াপাড়া এলাকার রফিকুল ইসলাম (৪২)। তাঁরা ট্রাকে সার পরিবহনের আড়ালে একটি চক্র পরিচালনা করে সার আত্মসাৎ করে থাকেন।
সারের মালিক আব্দুস সামাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।
ডিবি জানায়, গত ২৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ একতা ট্রান্সপোর্ট এজেন্সি থেকে ট্রাকে করে ৩৬০ বস্তা (১৮ মেট্রিক টন) ইউরিয়া সার নিয়ে রংপুর বাফার গুদামের উদ্দেশে রওনা হন চালক আল আমিন ওরফে আলাউদ্দিন। একতা ট্রান্সপোর্টের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে টালবাহানা শুরু করেন। পরে সার নিয়ে ট্রাকটি যথাস্থানে না যাওয়ায় আব্দুস সামাদ বিভিন্ন স্থানে খোঁজখবর নেন। খোঁজাখুঁজির একপর্যায়ে আব্দুস সামাদ জানতে পারেন ট্রাকে থাকা ৩৬০ বস্তা ইউরিয়া সার বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি বাজারে রফিকুলের দোকানে বিক্রি করা হয়েছে। পরে আব্দুস সামাদ বগুড়া জেলা পুলিশের কাছে অভিযোগ দিলে অভিযান চালিয়ে চক্রের হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবি।
এ বিষয়ে জানতে চাইলেন অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চক্রের মাধ্যমে সার আত্মসাৎ করে আসছেন। তাঁদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে রংপুর বাফার গুদামে সার নিয়ে যাবেন ব্যবসায়ী আব্দুস সামাদ। এই উদ্দেশ্যে তিনি ট্রাক ভাড়া করেন। তবে চালক তাঁর সার রংপুরে নিয়ে যাননি। বগুড়ায় এসে বিক্রি করে দিয়েছেন। এমন অভিযোগে ৩৬০ বস্তা ইউরিয়া সারসহ সার আত্মসাৎকারী চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গত শুক্রবার রাতভর অভিযান চালিয়ে বগুড়ার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় সার বহনকারী ট্রাকও। গতকাল শনিবার দুপুরে ওই পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার নন্দীগ্রামের কৈগাড়ী সোনারপাড়া এলাকার আব্দুল আলীম (৫০), শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার আল আমিন ওরফে আলাউদ্দিন (৩৫), ধুনট উপজেলার নিমগাজি উত্তরপাড়ার মামুনুর রশিদ মামুন (৪৮), একই উপজেলার সরুগ্রাম এলাকার সজল (৩৫) এবং চুনিয়াপাড়া এলাকার রফিকুল ইসলাম (৪২)। তাঁরা ট্রাকে সার পরিবহনের আড়ালে একটি চক্র পরিচালনা করে সার আত্মসাৎ করে থাকেন।
সারের মালিক আব্দুস সামাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।
ডিবি জানায়, গত ২৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ একতা ট্রান্সপোর্ট এজেন্সি থেকে ট্রাকে করে ৩৬০ বস্তা (১৮ মেট্রিক টন) ইউরিয়া সার নিয়ে রংপুর বাফার গুদামের উদ্দেশে রওনা হন চালক আল আমিন ওরফে আলাউদ্দিন। একতা ট্রান্সপোর্টের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে টালবাহানা শুরু করেন। পরে সার নিয়ে ট্রাকটি যথাস্থানে না যাওয়ায় আব্দুস সামাদ বিভিন্ন স্থানে খোঁজখবর নেন। খোঁজাখুঁজির একপর্যায়ে আব্দুস সামাদ জানতে পারেন ট্রাকে থাকা ৩৬০ বস্তা ইউরিয়া সার বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি বাজারে রফিকুলের দোকানে বিক্রি করা হয়েছে। পরে আব্দুস সামাদ বগুড়া জেলা পুলিশের কাছে অভিযোগ দিলে অভিযান চালিয়ে চক্রের হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবি।
এ বিষয়ে জানতে চাইলেন অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চক্রের মাধ্যমে সার আত্মসাৎ করে আসছেন। তাঁদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
২ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
২ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫