Ajker Patrika

‘ব্যর্থতার দায় ঢাকতে বন্ধ করা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান’

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৪: ০৮
‘ব্যর্থতার দায় ঢাকতে বন্ধ করা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক নয়। তাদের আন্দোলন আমরা সমর্থন করি না, তাদের পাশেও নেই। তবে শিক্ষার্থীদের ওপর অত্যাচার নির্যাতন হলে আমরা প্রতিবাদ জানাব’।

গতকাল বুধবার বরিশাল জেলা ইসলাম ছাত্র আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় চরমোনাই পীর এ কথা বলেন। বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

চরমোনাই পীর তার বক্তৃতায় বলেন, রাজনৈতিকভাবে ব্যর্থতার দায় ঢাকতে বারবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে সরকার অদূরদর্শী সিদ্ধান্তের প্রতিফলন ঘটাচ্ছে। সরকারকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান চরমোনাই পীর।

সম্মেলনে মো. সানাউল্লাহকে সভাপতি ও মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল শাখার ২০২২ সেশনের কমিটির ঘোষণা করেন চরমোনাই পীর। ছাত্র আন্দোলনে বিদায়ী সভাপতি মুহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মুফতি এছাহাক মুহাম্মদ আবুল খায়েরসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত