সেলিম হোসাইন, ফুলবাড়িয়া
ফুলবাড়িয়ার পাহাড়ি বনাঞ্চল সন্তোষপুর গ্রাম এখন আতঙ্কের জনপদ। এক সপ্তাহের ব্যবধানে বড় ধরনের দুটি ডাকাতি ও গরু চুরির ঘটনায় এখন আতঙ্কে সাধারণ মানুষ। মধুপুর, ঘাটাইল ও ফুলবাড়িয়া উপজেলার সীমান্তবর্তী ওই এলাকায় দেড় মাসে সড়কে গাছ ফেলে অন্তত পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। গরু চুরি ও ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে একাধিক। এসব ঘটনায় গ্রেপ্তার বা আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর তৎপরতা নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার গভীর রাতে মধুপুর-সন্তোষপুর সড়কের সন্তোষপুর রাবার বাগানে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে মাছের ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ সাতটি গাড়িতে ডাকাতি করে ১০-১২ জনের মুখোশধারী ডাকাত দল। সংরক্ষিত বনের গাছ কেটে তাঁরা নিয়ে যান নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী। ৮-১০ জনকে বেঁধে রাবার বাগানের ভেতরে ফেলে রাখা হয়। পরের দিন সোমবার রাতে কৃষক ইনছান আলীর দুটি গরু চুরি হয়।
গত ২৭ ফেব্রুয়ারি ডাকাত দল একই স্থানে ১৫-১৬ জনকে বেঁধে বরযাত্রীর গাড়িসহ আটটি গাড়িতে ডাকাতি করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। দেড় মাসে আগে রাস্তায় গাছ ফেলে মাছের গাড়ি ও কলা ভর্তি ট্রাকে ডাকাতি হয়। এ ছাড়া সন্তোষপুরকে ঘিরে কিশোর গ্যাং বেপরোয়া হয়ে উঠছে বলেও খবর পাওয়া গেছে। চুরি ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের পাহাড়ি অঞ্চল সন্তোষপুর। মধুপুর বনাঞ্চল ঘেঁষা সন্তোষপুর ঘিরে রয়েছে সংরক্ষিত বনাঞ্চল ও বিশাল রাবার বাগান। বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা আসেন এ বন ও বন্যপ্রাণী দেখতে। সেখানেই কিশোর গ্যাংয়ের ছিনতাইয়ের শিকার হয়েছেন পর্যটকেরা। এ ছাড়া এক বছরে সন্তোষপুরসহ আশপাশের গ্রামের শতাধিক গরু চুরির খবর মিলেছে।
অভিযোগ রয়েছে, মধুপুর চৌরাস্তা, মুডের বাজার, ধলাপড়া, দীঘলবাইদ, বালুঘাটা বাজার ও সন্তোষপুর এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা একত্রিত হয়ে দাপিয়ে বেড়ায় সংরক্ষিত বনাঞ্চল ও রাবার বাগানে। বনের ভেতরে নারী-পুরুষ পর্যটক দেখলে সুযোগ বুঝে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। নারী পর্যটকদের যৌন হয়রানির ও অভিযোগ পাওয়া গেছে।
সন্তোষপুরের একাধিক বাসিন্দা জানান, সন্তোষপুরে দিনের বেলায় ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। রাতে বাড়ছে চুরি ও ডাকাতি। এক মাসের ব্যবধানে পাঁচটি ডাকাতি ও অসংখ্য ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ডাকাতি করে রাবার বাগান ও সংরক্ষিত বনের ভেতর দিয়ে নির্বিঘ্নে চলে যান অপরাধীরা।
জানা গেছে, তিন মাস আগে নববধূ নিয়ে সন্তোষপুরে বেড়াতে যান এক ব্যক্তি। কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে নিয়ে যায়। ছিনিয়ে নেয় নগদ টাকা ও মোবাইল ফোন। এ ছাড়া পৌরসভার চন্দের বাজার থেকে দুই যুবক বান্ধবীদের নিয়ে বেড়াতে যান রাবার বাগানে। সেখানে তাঁদের চাকু ও ক্ষুর দিয়ে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
প্রায় দুই সপ্তাহ আগে বনাঞ্চলে ভেতরে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
এদিকে সড়কে গাছ ফেলে একাধিক ডাকাতির ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ওই এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করে বলেছেন, ডাকাতির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
সন্তোষপুর গ্রামের শের মাহমুদ বলেন, ‘সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে শোনার পর ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে ডাকাতরা চলে যায়। এ সময় বাঁধা অবস্থায় আটজনকে উদ্ধার করি। এক সপ্তাহ আগে একই স্থানে ডাকাতি হয়েছে। এভাবে ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’
ময়মনসিংহ সদর থেকে আসা আসাদুজ্জামান নামে এক পর্যটক বলেন, ‘সন্তোষপুরে রাবার বাগান ও বনাঞ্চলের বন্যপ্রাণী দেখতে এসেছিলাম। এখানে এসে শুনলাম, অনেক পর্যটক কিশোর একটি গ্রুপের ছিনতাইয়ের শিকার হয়েছে। এখানে পর্যটকেরা আতঙ্কের মধ্যে থাকে।’
উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, ‘সত্যিই দুঃখজনক বিষয়। আমি এ ঘটনায় ওই ইউনিয়নের কমিউনিটি পুলিশের নেতাদের সঙ্গে কথা বলেছি।’
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘ঘটনার বিবরণ শুনে মনে হচ্ছে এগুলো ছোট খাট চোরেরা ঘটিয়েছে। মধুপুর-সন্তোষপুর সড়কে পুলিশি টহল জোরদার করা হবে। রাস্তায় গাছ ফেলে অটোরিকশা আটকে টাকা-পয়সা নিয়েছে। কোনো বাদী না থাকায় মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করে তাঁদের গ্রেপ্তার করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম বলেন, ‘ওসিকে বলেছি টহল বৃদ্ধি করতে। র্যাবের সঙ্গে কথা বলেছি, তারা কাজ শুরু করেছে। জেলায়ও বলেছি।’
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) স্বাগতা ভট্টাচার্য্য মৌ বলেন, ‘আমাদের দল কাজ করছে। দ্রুতই অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।’
ফুলবাড়িয়ার পাহাড়ি বনাঞ্চল সন্তোষপুর গ্রাম এখন আতঙ্কের জনপদ। এক সপ্তাহের ব্যবধানে বড় ধরনের দুটি ডাকাতি ও গরু চুরির ঘটনায় এখন আতঙ্কে সাধারণ মানুষ। মধুপুর, ঘাটাইল ও ফুলবাড়িয়া উপজেলার সীমান্তবর্তী ওই এলাকায় দেড় মাসে সড়কে গাছ ফেলে অন্তত পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। গরু চুরি ও ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে একাধিক। এসব ঘটনায় গ্রেপ্তার বা আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর তৎপরতা নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার গভীর রাতে মধুপুর-সন্তোষপুর সড়কের সন্তোষপুর রাবার বাগানে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে মাছের ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ সাতটি গাড়িতে ডাকাতি করে ১০-১২ জনের মুখোশধারী ডাকাত দল। সংরক্ষিত বনের গাছ কেটে তাঁরা নিয়ে যান নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী। ৮-১০ জনকে বেঁধে রাবার বাগানের ভেতরে ফেলে রাখা হয়। পরের দিন সোমবার রাতে কৃষক ইনছান আলীর দুটি গরু চুরি হয়।
গত ২৭ ফেব্রুয়ারি ডাকাত দল একই স্থানে ১৫-১৬ জনকে বেঁধে বরযাত্রীর গাড়িসহ আটটি গাড়িতে ডাকাতি করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। দেড় মাসে আগে রাস্তায় গাছ ফেলে মাছের গাড়ি ও কলা ভর্তি ট্রাকে ডাকাতি হয়। এ ছাড়া সন্তোষপুরকে ঘিরে কিশোর গ্যাং বেপরোয়া হয়ে উঠছে বলেও খবর পাওয়া গেছে। চুরি ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের পাহাড়ি অঞ্চল সন্তোষপুর। মধুপুর বনাঞ্চল ঘেঁষা সন্তোষপুর ঘিরে রয়েছে সংরক্ষিত বনাঞ্চল ও বিশাল রাবার বাগান। বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা আসেন এ বন ও বন্যপ্রাণী দেখতে। সেখানেই কিশোর গ্যাংয়ের ছিনতাইয়ের শিকার হয়েছেন পর্যটকেরা। এ ছাড়া এক বছরে সন্তোষপুরসহ আশপাশের গ্রামের শতাধিক গরু চুরির খবর মিলেছে।
অভিযোগ রয়েছে, মধুপুর চৌরাস্তা, মুডের বাজার, ধলাপড়া, দীঘলবাইদ, বালুঘাটা বাজার ও সন্তোষপুর এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা একত্রিত হয়ে দাপিয়ে বেড়ায় সংরক্ষিত বনাঞ্চল ও রাবার বাগানে। বনের ভেতরে নারী-পুরুষ পর্যটক দেখলে সুযোগ বুঝে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। নারী পর্যটকদের যৌন হয়রানির ও অভিযোগ পাওয়া গেছে।
সন্তোষপুরের একাধিক বাসিন্দা জানান, সন্তোষপুরে দিনের বেলায় ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। রাতে বাড়ছে চুরি ও ডাকাতি। এক মাসের ব্যবধানে পাঁচটি ডাকাতি ও অসংখ্য ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ডাকাতি করে রাবার বাগান ও সংরক্ষিত বনের ভেতর দিয়ে নির্বিঘ্নে চলে যান অপরাধীরা।
জানা গেছে, তিন মাস আগে নববধূ নিয়ে সন্তোষপুরে বেড়াতে যান এক ব্যক্তি। কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে নিয়ে যায়। ছিনিয়ে নেয় নগদ টাকা ও মোবাইল ফোন। এ ছাড়া পৌরসভার চন্দের বাজার থেকে দুই যুবক বান্ধবীদের নিয়ে বেড়াতে যান রাবার বাগানে। সেখানে তাঁদের চাকু ও ক্ষুর দিয়ে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
প্রায় দুই সপ্তাহ আগে বনাঞ্চলে ভেতরে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
এদিকে সড়কে গাছ ফেলে একাধিক ডাকাতির ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ওই এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করে বলেছেন, ডাকাতির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
সন্তোষপুর গ্রামের শের মাহমুদ বলেন, ‘সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে শোনার পর ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে ডাকাতরা চলে যায়। এ সময় বাঁধা অবস্থায় আটজনকে উদ্ধার করি। এক সপ্তাহ আগে একই স্থানে ডাকাতি হয়েছে। এভাবে ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’
ময়মনসিংহ সদর থেকে আসা আসাদুজ্জামান নামে এক পর্যটক বলেন, ‘সন্তোষপুরে রাবার বাগান ও বনাঞ্চলের বন্যপ্রাণী দেখতে এসেছিলাম। এখানে এসে শুনলাম, অনেক পর্যটক কিশোর একটি গ্রুপের ছিনতাইয়ের শিকার হয়েছে। এখানে পর্যটকেরা আতঙ্কের মধ্যে থাকে।’
উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, ‘সত্যিই দুঃখজনক বিষয়। আমি এ ঘটনায় ওই ইউনিয়নের কমিউনিটি পুলিশের নেতাদের সঙ্গে কথা বলেছি।’
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘ঘটনার বিবরণ শুনে মনে হচ্ছে এগুলো ছোট খাট চোরেরা ঘটিয়েছে। মধুপুর-সন্তোষপুর সড়কে পুলিশি টহল জোরদার করা হবে। রাস্তায় গাছ ফেলে অটোরিকশা আটকে টাকা-পয়সা নিয়েছে। কোনো বাদী না থাকায় মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করে তাঁদের গ্রেপ্তার করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম বলেন, ‘ওসিকে বলেছি টহল বৃদ্ধি করতে। র্যাবের সঙ্গে কথা বলেছি, তারা কাজ শুরু করেছে। জেলায়ও বলেছি।’
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) স্বাগতা ভট্টাচার্য্য মৌ বলেন, ‘আমাদের দল কাজ করছে। দ্রুতই অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫