Ajker Patrika

ফসল উৎপাদন কমছে

খান রফিক, বরিশাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২: ১০
ফসল উৎপাদন কমছে

বরিশালে বৃষ্টিপাতের পরিমাণ থাকায় প্রভাব পড়ছে ফসল উৎপাদনে। বিশেষ করে ডাল ও সবজির ফলন হ্রাস পেয়েছে। গত বছরের চেয়ে ডাল এবং সবিজর ফলন কমেছে ৫ হাজার টন।

বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছেন, অনাবৃষ্টিতে প্রতি হেক্টরে ডাল ও সবজির ফলন কমেছে শূন্য দশমিক ২ টন। সে অনুযায়ী, জেলায় মোট ফলন কমেছে প্রায় ৫ হাজার টন। বিশেষজ্ঞরা এই অবস্থাকে আশঙ্কাজনক দাবি করে বলেছেন, পরিস্থিতি কাটিয়ে উঠতে প্রকৃতির ক্ষতিসাধন কমাতে হবে।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বৃষ্টির মৌসুম জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। গত বছরের (২০২০) আগস্ট মাসে মোট বৃষ্টিপাত হয়েছে ৪৬৭ মিলিমিটার। তবে এ বছর আগস্টে মোট বৃষ্টিপাত হয়েছে ২৯৬ মিলিমিটার।

আবার গত বছর সেপ্টেম্বরে বৃষ্টিপাত হয়েছে ৪০৮ মিলিমিটার। কিন্তু এ বছর ২২ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১৯০ মিলিমিটার। তিনি বলেন, ‘চলমান নিম্নচাপ এবং মেঘমালা থাকায় কয়েক দিন ধরে বৃষ্টিপাত চলছে।’

বরিশালে অনাবৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি পড়ছে ফসলের ওপর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, অনাবৃষ্টি ও খরার প্রভাব পড়েছে মুগ ডাল, কলাই, মসুর ডাল ও নানা ধরনের সবজির ওপর। সূত্রমতে, প্রতি হেক্টরে মুগ, কলাই, সবজির ফলন হতো ১ দশমিক ৮ টন। তা কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৬ টন। অর্থাৎ প্রতি হেক্টরে এই জাতীয় ফসলের ফলন কমেছে ০ দশমিক ২ টন।

জানা যায়, বরিশালে ২৪ হাজার হেক্টর জমিতে ডাল ও ৫০০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। সে অনুযায়ী সাড়ে ২৪ হাজার হেক্টর জমিতে ডাল ও সবজির ফলন কমেছে ৪ হাজার ৯০০ টন।

জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের উত্তর কাটাদিয়া গ্রামের চাষি নাঈম ইসলাম জানান, বৃষ্টি কম হওয়ায় ফসলের ক্ষতি হয়েছে। এবার মুগ ডাল কম হয়েছে। অপর কৃষক মন্টু খাঁ জানান, তিনি দেড় একর জমিতে ব্লক ইরি দিয়েছিলেন। বৃষ্টি না হওয়ায় পুড়ে গেছে।

মুলাদী উপজেলার কৃষি সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘বৃষ্টির অভাবে এবার মুগডাল ও কলাই ফলন কমেছে। সমিতির আওতায় উঁচু জমিতে সেচ না দিতে পাড়ায় আমার সবজির উৎপাদন হ্রাস পেয়েছে। বিশেষ করে বরবটি, বেগুন, লাউ, ঢেরশ, মরিচের ফলন কমেছে।’

বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হৃদয়শ্বর দত্ত আজকের পত্রিকাকে জানান, গত ১০ বছরের রেকর্ড ভেঙে এ বছর বৃষ্টিপাত কমেছে। এর প্রভাব পড়েছে ডাল এবং সবজির ওপর। প্রতি হেক্টরে ফলন কমেছে ০ দশমিক ২ টন। বৃষ্টি কম হওয়ায় মুগ ডাল, কলাই, মসুর ডালের ফলন হ্রাস পেয়েছে। একই প্রভাব পড়েছে সবজির ওপর। অনাবৃষ্টিতে ফসলের আবাদ বাধাগ্রস্ত হচ্ছে। তারা উপসহকারী কৃষি কর্মকর্তাদের পানির চাহিদা স্থানীয়ভাবে মেটাতে চাষিদের সহায়তা করার পরামর্শ দিয়েছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আসরাফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘এবার বর্ষাকালেও বরিশালে বৃষ্টিপাতের পরিমাণ কম। বৃষ্টি যখন হওয়ার তখন হয়নি।

এই সেপ্টেম্বরেই ভোর রাতে শীত অনুভব হচ্ছে। এসব কিছুই জলবায়ু পরিবর্তনের প্রভাব। এর ফলে ফসলের ক্ষতি হচ্ছে।’ সেচের অভাবে ফসলের ফলন কমছে। এই অবস্থা কাটিয়ে উঠতে তিনি প্রকৃতির ক্ষতিসাধন না করা পরামর্শ দিয়েছেন। বিশেষ করে গাছপালা নির্বিচারে নিধন, এসির ব্যবহার হ্রাস করার পরামর্শ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ