Ajker Patrika

স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৬
স্কুল শিক্ষার্থীদের  টিকা দেওয়া শুরু

বগুড়ায় স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া কর্মসূচি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের বিয়াম মডেল স্কুল ও কলেজ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিকা দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

পর্যায়ক্রমে জেলায় ১ লাখ ১১ হাজারেরও বেশি শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্য বিভাগ ও শিক্ষা অফিসার সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানায়, ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা জন্মনিবন্ধন দেখিয়ে টিকা নিতে পারবে। একই সঙ্গে উচ্চমাধ্যমিকে অধ্যয়নরতদেরও টিকা দেওয়া হবে।

টিকা নেওয়ার আগে কথা হয় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র আরিফ হোসেনের সঙ্গে। সে বলে, ‘এত দিন শুধু বড়রা টিকা পেয়েছে। এখন আমরাও পাচ্ছি বলে ভালো লাগছে খুব।’

ওই স্কুলের দশম শ্রেণির ছাত্রী অপূনা বলে, ‘সবাই মিলে এক সাথে টিকা দিচ্ছি। উৎসবের মতো লাগছে।’

জেলায় প্রথম দিনে তিনটি প্রতিষ্ঠানের প্রায় ৬ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। এমনটাই জানিয়েছেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য দপ্তর।

স্কুল দুটিতে টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন জেলা সিভিল সার্জন গওসুল আজিম চৌধুরী, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, সহকারী শিক্ষা অফিসার হযরত আলী, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান এবং অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল।

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামির হোসেন মিশু জানান, স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা প্রথম ডোজ দেওয়া হচ্ছে। ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা জন্মনিবন্ধনের মাধ্যমে টিকা নেবেন। এ ছাড়া উচ্চমাধ্যমিকে অধ্যয়নরতদেরও টিকা দেওয়া হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত