Ajker Patrika

ওসির নম্বর ক্লোন করে প্রতারণা

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৫: ৩১
ওসির নম্বর ক্লোন করে  প্রতারণা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল নম্বর ক্লোন করে এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী উপজেলার বারাদি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জল হোসেন। গত শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় উজ্জল থানায় লিখিত অভিযোগ করেছেন।

আলমডাঙ্গা থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি ক্লোন করে একটি প্রতারক চক্র উপজেলার বারাদি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উজ্জ্বল হোসেনের নিকট থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

তদন্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক হামিদুল ইসলাম জানান, উজ্জল হোসেন ৬টি বিকাশ নম্বরে মোট ৩ লাখ টাকা দিয়েছেন। ৬টি নম্বরই দেশের অন্য অঞ্চলের। এ ঘটনায় উজ্জল হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথমে প্রতারক চক্রকে টাকা দেওয়ার কথা অস্বীকার করেন। তা হলে থানায় লিখিত অভিযোগ কেন দিলেন এবং কোনো উদ্দেশ্যে টাকা দিয়েছেন প্রশ্ন করলে তিনি ফোন কেটে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত