Ajker Patrika

মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন ৮ প্রার্থী

পুঠিয়া প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১১: ৪৪
মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন ৮ প্রার্থী

রাজশাহীর পুঠিয়ার দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মোট আটজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, গতকাল রোববার প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। এর মধ্যে বানেশ্বর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দুজন, সংরক্ষিত মহিলা সদস্য একজন ও সাধারণ সদস্য পদে দুজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। অপরদিকে বেলপুকুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে একজন ও সাধারণ সদস্য পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বেলপুকুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর বানেশ্বর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন ও সাধারণ সদস্য পদে ৬৯ জন প্রার্থী ভোটের মাঠে আছেন।

মোট ১৭৯ জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছিলেন। আর শেষ দিন পর্যন্ত জমা দিয়েছেন ১৫৭ জন প্রার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত