Ajker Patrika

রাস্তা কেটে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৫: ৩২
রাস্তা কেটে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ

লালমনিরহাটের কালীগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী প্রার্থীর (নৌকা) সমর্থকের চলাচলের রাস্তা কেটে বেড়া দিয়ে বন্ধ করার অভিযোগ উঠেছে পরাজিত প্রার্থীর (ঘোড়া) সমর্থকের বিরুদ্ধে।

এ ঘটনায় গত শুক্রবার কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত প্রেমানন্দ রায়। তবে রাস্তা কাটার বিষয়টি নির্বাচনী প্রতিহিংসা নয় বলে দাবি করেছেন অভিযুক্ত কার্তিক চন্দ্র বর্মণ।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাস্তা কেটে ফেলার ঘটনা ঘটে। আর গত ২৮ নভেম্বর চলবলা ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার দলবল নিয়ে রাস্তাটি কেটে ফেলেন কার্তিক। খবর পেয়ে ছুটে এসে কাটতে নিষেধ করায় প্রতিপক্ষের লোকজন ধাওয়া দেন প্রেমানন্দকে। রাস্তাটি কেটে বেড়া দিয়ে ঘিরে চাষাবাদের জন্য প্রস্তুতের চেষ্টা করছেন যুধিষ্ঠির ও তাঁর ছেলেরা। এ ঘটনায় প্রেমানন্দ বাদী হয়ে কালীগঞ্জ থানায় যুধিষ্ঠির বর্মণকে প্রধান করে নয়জনের নামসহ অজ্ঞাত আরও ৮০ থেকে ৯০ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন।

বাদী প্রেমানন্দ রায় বলেন, ‘নৌকার কর্মী হওয়ায় দীর্ঘ ৮০ থেকে ৯০ বছরের রাস্তাটি নৌকাবিরোধীরা কেটে দিয়ে আমাদের জিম্মি করেছে। তাঁদের কথায় না চললে প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছে।’

অপরদিকে যুধিষ্ঠিরের ছেলে অভিযুক্ত কার্তিক চন্দ্র বর্মণ বলেন, ‘ওই রাস্তাটি কেটে দিয়ে জমি ঠিক করেছি।’ রাস্তা কাটার বিষয়টি নির্বাচনী প্রতিহিংসা নয় বলেও দাবি করেন কার্তিক চন্দ্র বর্মণ।

কালীগঞ্জ থানার ওসি এ টি এম গোলাম রসুল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত