Ajker Patrika

বিভিন্ন স্থানে প্রতিবন্ধী দিবস পালিত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৭
বিভিন্ন স্থানে প্রতিবন্ধী দিবস পালিত

‘কোভিড-১৯ পরবর্তী অন্তর্ভূক্তিমূলক বিশ্ব গড়তে প্রয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব ও অংশগ্রহণ’ এই প্রতিপাদ্য সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

গতকাল শুক্রবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিল্লুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইসমাইল হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী সমাজসেবা কর্মকর্তা সুশান্ত কুমার রায়, এনজিও ওয়েডের নির্বাহী পরিচালক খায়রুল হাসান মিন্টু প্রমুখ।

প্রতিবন্ধী দিবস উপলক্ষে ৬ জন প্রতিবন্ধীকে একটি করে কম্বল, প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী চাল, ডাল, চিনি, আলু, তৈল ও লবণ তুলে দেওয়া হয়। এ সময় নিউরো প্রতিবন্ধী শিশু তাসমিমের বাবার হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

এদিকে ফরিদপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এর আগে শোভাযাত্রা ও কম্বল বিতরণ করা হয়।

সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ এস এম আলী আহসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

দিবসটিতে মধুখালীতে আলোচনা সভা ও শোভাযাত্রা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরের চিকিৎসক জঙ্গি সংগঠন জইশের সদস্য, হরিয়ানায় তাঁর বাসায় মিলল ৩ টন বিস্ফোরক

রাজধানীর সাত এলাকায় ১২ ককটেল বিস্ফোরণ, তিন গাড়িতে আগুন

হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় ছাত্রলীগ নেতাকে, থানায় দিতে গিয়ে ৩ অপহরণকারী গ্রেপ্তার

ধীরে ধীরে চলছিল গাড়িটি, ট্রাফিক সিগন্যালে থামতেই বিকট বিস্ফোরণ

তুমুল হট্টগোলে পাকিস্তানের সংবিধান সংশোধন, সেনাপ্রধান আসিম মুনির আরো ক্ষমতাধর

এলাকার খবর
Loading...