Ajker Patrika

পরাজিত প্রার্থীকে ঘরে ঢুকে কোপাল দুর্বৃত্তরা

তিতাস প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৫: ০৬
পরাজিত প্রার্থীকে ঘরে ঢুকে কোপাল দুর্বৃত্তরা

তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে পরাজিত প্রার্থী সাবেক ইউপি সদস্য আবুল হোসেনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার বিকেলে দড়িগাও গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা আবুল হোসেনকে কুপিয়ে আহত করে। ভাঙচুর করা হয় বসতঘর।

পরে আহত আবুল হোসেনকে স্বজনেরা উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ থেকে ১২ জনের একটি দল চাপাতি ও লোহার রড নিয়ে এসে অতর্কিতভাবে আবুল হোসেনের বাড়ির দরজা জানালা কুপিয়ে ভাঙচুর করতে থাকে। এ সময় তাঁরা আবুল হোসেনকে সামনে পেয়ে কুপিয়ে আহত করে। পরে কাপড় দিয়ে মুখ ঢেকে তারা পালিয়ে যায়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। গত শনিবার রাতেও এই সাবেক ইউপি ও বিজয়ী সদস্যের লোকজন মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় আল আমিন নামের একজন বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। এই ব্যাপারে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত