Ajker Patrika

উপবৃত্তির নিবন্ধন কার্যক্রম বন্ধ সার্ভারের জটিলতায়

চারঘাট প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২২, ১৬: ১৩
উপবৃত্তির নিবন্ধন কার্যক্রম বন্ধ সার্ভারের জটিলতায়

প্রাথমিক শিক্ষা বিভাগের সার্ভার জটিলতায় উপবৃত্তির জন্য অনলাইন নিবন্ধন করতে পারেনি শিক্ষার্থীরা। গতকাল বুধবার ছিল এ নিবন্ধন কার্যক্রমের শেষ দিন। জানা যায়, রাজশাহীর চারঘাট উপজেলায় কোনো বিদ্যালয়ের শিক্ষার্থীই নিবন্ধন করতে পারেনি।

উপবৃত্তির নিবন্ধন কার্যক্রম যথাসময়ে শেষ না হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।

চারঘাট উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চারঘাটে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে মোট ৭৩ টি। প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পের আওতায় রয়েছে ১৭ হাজারের বেশি শিক্ষার্থী। ১৬ থেকে ২২ মে পর্যন্ত উপজেলা শিক্ষা বিভাগের সার্ভারের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে শিক্ষার্থীদের বলা হয়েছিল। পরে সময় বাড়িয়ে করা হয় ২৫ মে পর্যন্ত। কিন্তু সার্ভার জটিলতায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নিবন্ধন করতে পারেনি।

উপজেলা শিক্ষা অফিস বলছে, এই সার্ভারে শিক্ষার্থীদের জন্মসনদের তথ্য যাচাই-বাছাই করতে হবে। এতে সমস্যা দেখা দিয়েছে। সার্ভার জটিলতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নতুন করে ২৬ মে থেকে ১ জুন পর্যন্ত সময় বাড়ানো হতে পারে।

এক শিক্ষার্থীর অভিভাবক ও উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা শেফালী বেগম বলেন, ‘উপবৃত্তির টাকা নিতে গিয়ে ঝামেলার শেষ নেই। এর আগে কাগজপত্র দিয়ে নিবন্ধন করা হয়েছিল। সঙ্গে নগদ অ্যাকাউন্টের নম্বর দিতে হয়েছিল। টাকাও ঠিকমতো পেতাম। এবার আবার নতুন করে কাগজপত্র ও নগদের পরিবর্তে বিকাশ নম্বর নিয়েছে। কিন্তু এখন নাকি নিবন্ধনই শেষ’।

চারঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা সুলতানা বলেন, ‘সার্ভার জটিলতার কারণে শিক্ষার্থীদের উপবৃত্তির ডেটা এন্ট্রিতে সমস্যা হচ্ছে। শুনেছি ২৬ মে থেকে নিবন্ধন করা যাবে। শিক্ষার্থীদের সব কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। শিক্ষা অফিস থেকে জানালেই নিবন্ধন কার্যক্রম শুরু হবে।’

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হক বলেন, ‘সফটওয়্যারে কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা যায়নি। উপজেলার সব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এতে ভোগান্তিতে পড়েছে। নিবন্ধনের সময় আবারও বাড়ানো হচ্ছে। আশা করছি, এবার নির্ধারিত সময়েই কার্যক্রম শেষ হবে।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সার্ভার জটিলতায় গতকাল পর্যন্ত উপজেলার কোনো শিক্ষার্থীর নিবন্ধন করা হয়নি। তবে নিবন্ধন করার সময় প্রাথমিক শিক্ষা বিভাগ ২৬ মে (আজ) থেকে ১ জুন পর্যন্ত বাড়িয়েছে। শিক্ষার্থী-অভিভাবকদের দুশ্চিন্তার কিছু নেই। এবার নির্ধারিত সময়েই সব শিক্ষার্থীর উপবৃত্তির নিবন্ধন কার্যক্রম শেষ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত