Ajker Patrika

দুবাই থেকে বড় বিনিয়োগ পেতে আশাবাদী সরকার

বাসস, ঢাকা
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৪: ০৮
দুবাই থেকে বড় বিনিয়োগ পেতে আশাবাদী সরকার

সংযুক্ত আরব-আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত এক সেমিনারে সরকারি কর্মকর্তারা বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে পরিকল্পিত এবং অত্যন্ত কার্যকর অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। এসব অঞ্চলে অচিরেই দুবাই থেকে উল্লেখ করার মতো বিদেশি বিনিয়োগ আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

গত শুক্রবার ওয়ার্ল্ড এক্সপো-২০২০ এর বাংলাদেশ প্যাভিলিয়ন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করুন: সীমান্তের বাইরের সুযোগ’বিষয়ক সেমিনারে তাঁরা এসব কথা বলেন। সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ মিশন এবং দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের সহযোগিতায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সেমিনারের আয়োজন করে।

আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বেজার নির্বাহী সদস্য আব্দুল আজিম চৌধুরী। এ ছাড়া দুবাইয়ে বাংলাদেশের কনস্যুনাল জেনারেল বি এম জামাল হোসেন সেমিনারে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত