Ajker Patrika

বান্দরবানে বাড়ছে করোনা শনাক্তের হার ৫৭ শতাংশ

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৯: ৩৯
বান্দরবানে বাড়ছে করোনা শনাক্তের হার ৫৭ শতাংশ

বান্দরবানে এক দিনের ব্যবধানে করোনা শনাক্তের সংখ্যা একজন কমলেও বেড়েছে হার। এদিকে এক মাসের বেশি সময় হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে কেউ ভর্তি না হলেও সম্প্রতি ছয়জন ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত করোনা প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

বান্দরবানের সিভিল সার্জন অং সুই প্রু মারমা এসব তথ্য নিশ্চিত করেন জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৬৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩৮ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৭ দশমিক ৫৭ শতাংশ। এর মধ্যে ২৯ জনই সদর উপজেলার বাসিন্দা। বাকিদের মধ্যে লামায় ৬, নাইক্ষ্যংছড়িতে ২ ও রোয়াংছড়ি উপজেলায় ১ জন।

এর আগে গত বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগ প্রকাশিত করোনা প্রতিবেদন অনুযায়ী, এক দিনে করোনা শনাক্তের হার ছিল ৪৬ দশমিক ৪৩ শতাংশ। ওই সময়ে ৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়।

এদিকে শুক্রবার জেলা স্বাস্থ্য বিভাগ প্রকাশিত করোনা প্রতিবেদনে জানা গেছে, জেলার বিভিন্ন হাসপাতালে ছয়জন করোনা রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বান্দরবান সদর হাসপাতালে পাঁচ ও লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কেউ মারা যাননি।

সিভিল সার্জন জানান, বর্তমানে জেলায় মোট করোনা রোগী রয়েছে ১৫৬। এর মধ্যে ১৩২ জনই সদর উপজেলার। এ ছাড়া লামায় ১৩, নাইক্ষ্যংছড়িতে ৭, আলীকদমে ২ ও রোয়াংছড়ি উপজেলায় ২ জন রোগী আছেন। এর মধ্যে ৬ জন হাসপাতালে ভর্তি থাকলেও বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

এদিকে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলায় মোট ১৩ হাজার ৪০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছে ২ হাজার ৫৩২ জন, সুস্থ হয়েছেন ২ হাজার ৩৬২ জন। এ পর্যন্ত জেলায় মোট ১৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

সিভিল সার্জন বলেন, ‘এখনো হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ বাড়েনি। তবে যে হারে শনাক্ত বাড়ছে তা উদ্বেগের। করোনা থেকে সুরক্ষার জন্য ঘরের বাইরে গেলে সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। এ ছাড়া স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।’

টিকা দেওয়ার যোগ্য সবাইকে করোনা সুরক্ষা টিকাগ্রহণের আহ্বান জানিয়ে সিভিল সার্জন বলেন, বান্দরবানে পর্যাপ্ত করোনা টিকা মজুত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত