Ajker Patrika

কলেজের পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৩: ২১
কলেজের পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ

লালমনিরহাটের কালীগঞ্জের উত্তর বাংলা কলেজের পরিচালনা পর্ষদ গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। উচ্চ আদালতের মতামত উপেক্ষা করে একই ব্যক্তিদের বারবার সভাপতি ও সদস্য হিসেবে নির্বাচিত করা হচ্ছে। এ নিয়ে গত ২৪ নভেম্বর জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর অভিযোগ করেছেন ওই কলেজের প্রভাষক জাকারিয়া হাবীব।

অভিযোগ থেকে জানা গেছে, কলেজটিতে খালেকুজ্জামান হেলাল নামের এক ব্যক্তি ২৫ বছর ধরে, জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তি ১৫ বছর ধরে এবং তানজিনা হক ও আবু সুলতান মো. সালাউদ্দিন নামে দুই ব্যক্তি পরপর দুই মেয়াদে কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

গত ১৬ সেপ্টেম্বর পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হলে করোনাভাইরাসের কারণে তিন মাসের জন্য মেয়াদ বাড়িয়ে দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। ওই মেয়াদ শেষ হওয়ার আগেই এবারও পরিচালনা পরিষদের সভাপতি নজরুল ইসলাম মতি ও আগের কমিটির সদস্যরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের ওপর প্রভাব খাঁটিয়ে নির্বাচন ছাড়াই কমিটি গঠন করে অনুমোদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠান। ওই কমিটিতে সহকারী অধ্যাপকদের বাদ দিয়ে শিক্ষকদের মতামত ছাড়াই তিনজন জুনিয়র প্রভাষককে শিক্ষক প্রতিনিধি হিসেবে নাম পাঠানো হয়। অথচ গত বছরের ২৫ ফেব্রুয়ারি উচ্চ আদালতের এক মতামতে বলা হয়েছে, স্কুল, কলেজ ও মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যরা পরপর দুবারের বেশি হতে পারবেন না।

এ বিষয়ে অভিযোগকারী শিক্ষক জাকারিয়া হাবীব বলেন, উচ্চ আদালত যেখানে মতামত দিয়েছেন, এক ব্যক্তি পরপর দুবারের বেশি কমিটিতে থাকতে পারবেন না। সেখানে কেউ ২৫ বছর ধরে, কেউ ১৫ বছর ধরে সদস্য আর সভাপতি পদে রয়েছেন।

এ বিষয়ে কলেজ পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম জানান, তিনবার নয়, তিনি পরপর দুবার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে। তবে ভোটে নয়, সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনছুরুল ইসলাম এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মশিউর রহমান বলেন, ‘অভিযোগটি তদন্ত করতে অভিযোগ সেলে পাঠানো হয়েছে। সেই সেল থেকে তদন্ত প্রতিবেদন এলে প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত