Ajker Patrika

মাদ্রাসার অনিয়ম নিয়ে লিফলেট

পুঠিয়া প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৮: ৩৫
মাদ্রাসার অনিয়ম  নিয়ে লিফলেট

রাজশাহীর পুঠিয়ায় একটি হাফিজিয়া মাদ্রাসার বিভিন্ন অনিয়ম উল্লেখ করে রাতের আঁধারে লিফলেট ছড়িয়ে দেওয়া হয়েছে। আর এ ঘটনায় কয়েকটি গ্রামে চলছে নানা সমালোচনা।

গতকাল শনিবার সকালে উপজেলার বারইপাড়া গ্রাম ঘুরে দেখা গেছে, রাস্তার মোড়ে এবং বিভিন্ন বাড়ির আশপাশে হ্যান্ড লিফলেট পড়ে আছে। লিফলেটে বারইপাড়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ গোলাম ফারুক ও মাদ্রাসার শিক্ষক শফিকুল ইসলাম সুজনের অর্থ আত্মসাৎ ও মাদ্রাসার জমি দখলসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরা হয়েছে। গোলাম ফারুককে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর শফিকুল ইসলামকে ধর্ষণচেষ্টাকারী এবং কথিত জিনের বাদশা হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ওই মাদ্রাসায় রাতের আঁধারে একটি জঙ্গি সংগঠনের কার্যক্রম চলে বলেও উল্লেখ করা হয়। তবে কারা এই লিফলেট ছড়িয়েছে তা নিয়ে পুরো গ্রামে চলছে তোলপাড়।

অভিযোগের বিষয়ে শফিকুল ইসলাম সুজন বলেন, ‘আমার বিরুদ্ধে কিছু লোকজন ষড়যন্ত্র করছেন। তারা রাতের আঁধারে মিথ্যা বানোয়াট লিফলেট বিতরণ করছে।’

মাদ্রাসার সভাপতি গোলাম ফারুক বিভিন্ন অনিয়মের বিষয়গুলো অস্বীকার করে বলেন, ‘মাদ্রাসাকে কেন্দ্র করে স্থানীয় একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, মাদ্রাসার অনিয়ম নিয়ে লিফলেট বিতরণ করার বিষয়টি তাঁর জানা নেই। তবে কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত