Ajker Patrika

ডিবি পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, মামলা

সাভার (ঢাকা) প্রতিনিধি
ডিবি পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, মামলা

সাভারের আশুলিয়ায় মাদক কারবারিদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা। মাদক কারবারি ও তাঁদের সহযোগীদের হামলায় ডিবির তিন সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় পুলিশের হেফাজত থেকে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও পুলিশের ওপর হামলার ঘটনায় আশুলিয়া থানায় পৃথক মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বুড়ির বাজার এলাকায় মাদক কারবারিদের গ্রেপ্তার করতে একটি বাড়িতে অভিযান চালায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কল্লোল চাকমা (৩৪), সুইলা মারমা (৩০), রিপন চাকমা (৩৬), ম্যাসামাই মারমা (৪০), পাইজা মারমা (৩৫), সুফেন দেব বর্মা (২১), মংনুচিং মারমা (৩২), পুলক চাকমা (২৩), কমল চাকমা (৩০), আশুতোষ চাকমা (৩১) ও মিক্রা মগ (২৫)। তাঁদের মধ্যে মিক্রা মগকে মাদক মামলায় ও বাকিদের পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁরা সবাই আশুলিয়ার বুড়িরবাজারে ভাড়া বাসায় বসবাস করতেন।

এর মধ্যে মিক্রা মগকে মাদক মামলায় ও বাকিদের পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তারা সবাই আশুলিয়ার বুড়ির বাজারে ভাড়া বাসায় বসবাস করে।

এদিকে, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মাদক কারবারি মিকো চাকমা (৩২) এবং পুলিশের ওপর হামলাকারী জাহিদ (৪৬), গেনু চাকমা (৩৫) ও দিপন চাকমা (৩১) পলাতক রয়েছেন। তাঁদেরও মামলায় আসামি করা হয়েছে। পুলিশের ওপর হামলার মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে প্রথমে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাঁদের চিৎকারে আশপাশ থেকে আরও ১৫ জন এসে পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে তিনজন মাদক কারবারি মিকো চাকমাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযানে মিক্রা মগের বাসা থেকে ৫২০ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বলেন, ‘এ ঘটনায় ডিবির এসআই শাহাদাতসহ আরও দুই কনস্টেবল আহত হয়েছেন। এসআই শাহাদাতের মাথায় আঘাত লেগেছে। এ সময় পুলিশের সহায়তায় এলাকাবাসী এগিয়ে এলে তাঁদের মধ্য থেকেও দুজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত