লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বেদখল হয়ে যাচ্ছে সদর উপজেলার রহমতখালী নদী। এ অবস্থা জেলার রামগঞ্জ উপজেলার বীরেন্দ্র খালের। জাতীয় নদ-নদী রক্ষা কমিশনের নির্দেশে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হলেও বাদ পড়ে গেছে অধিকাংশ দখলদারের নাম। এমনকি কিছু অংশের দখলদারের তালিকাই করা হয়নি।
দেখা গেছে, জেলা শহর থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত রহমতখালী নদীর বিভিন্ন পয়েন্টে দুই পাড়ে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এতে একসময়ের ঐতিহ্যবাহী নদীটি সংকুচিত হয়ে অস্তিত্ব হারাতে বসেছে। বাজারকেন্দ্রিক ময়লা-আবর্জনা ফেলার কারণে দূষিত হচ্ছে নদীর পানি।
বিভিন্ন নথি অনুযায়ী, রহমতখালী নদীটি ফেনী জেলা থেকে উৎপত্তি হয়ে নোয়াখালী ও লক্ষ্মীপুরের ওপর দিয়ে মেঘনা নদীতে মিলেছে। প্রায় ৮৫ মাইল দীর্ঘ এ নদীর প্রস্থ ১৪১ গজ ও গভীরতা ৩৫ হাত। কাগজ-কলমে এই হিসাব থাকলেও বাস্তবে তার মিল পাওয়া কঠিন।
জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ, মান্দারী, জকসিন বাজার ও পৌর এলাকার ঝুমুর সিনেমা হলসংলগ্ন, মাদাম, বাজার ব্রিজসংলগ্ন এলাকায় নদীর দুই পাড়ে, গোশতহাটা-সংলগ্ন মসজিদের পাশে নদী পাড়ে স্থায়ী-অস্থায়ী ইমারত বা দোকানঘর নির্মাণ করা হয়েছে। এ কয়েকটি স্থানে পুরোনো স্থাপনার পাশাপাশি নতুন করে স্থাপনা তৈরি হচ্ছে।
প্রশাসনের উদ্যোগ না থাকায় দিন দিন বেপরোয়া হয়ে উঠেছেন দখলদারেরা। বিশেষ করে ঝুমুর সিনেমা হলসংলগ্ন ময়দা কারখানার পেছনের বিস্তীর্ণ অংশ ও বাজার ব্রিজের পূর্ব পাশে হায়দার শপিং কমপ্লেক্সের পেছনে খালের দুই পাড় দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। মান্দারী বাজারের ভেতর দিয়ে বয়ে যাওয়া রহমতখালী সরু নালায় পরিণত হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি জাতীয় নদ-নদী রক্ষা কমিশনের নির্দেশনায় অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে। এ তালিকায় রহমতখালী নদীর দখলদার হিসেবে শুধু জেলা শহরের মাদাম থেকে বাজার ব্রিজ অংশ পর্যন্ত ৭৬ নম্বর মজুপুর মৌজার ২১৩ দাগ, ৬৩ বাঞ্ছানগর মৌজার ৮৪০১ ও ১৬৬২২ দাগে মাত্র ছয়জনের নাম রয়েছে। শহর অংশেই অনেক দখলদারের নাম তালিকার বাইরে রয়ে গেছে। শহরের বাইরে জকসিন, মান্দারী ও চন্দ্রগঞ্জ অংশের তালিকা তৈরি করা হয়নি।
এদিকে রামগঞ্জের বীরেন্দ্র খালের ৯৬ জন অবৈধ দখলদারের তালিকা প্রণয়ন করেছে উপজেলা প্রশাসন। রামগঞ্জ মধ্যবাজার ব্রিজ থেকে মডেল মসজিদ পর্যন্ত ৬৫ নম্বর আঙ্গরপাড়া ও ৬৭ নম্বর কাজিরখিল মৌজার অংশে খালের ওপর অবৈধভাবে স্থাপনা তৈরি করে রেখেছেন দখলদারেরা।
খালপাড়ের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে বীরেন্দ্র খাল দখল করে ইমারত নির্মাণ করে ব্যবসা ও বসবাস করে আসছেন দখলদারেরা। ফলে প্রবহমান এ খালটি মরা খালে পরিণত হয়েছে। এতে বর্ষায় জলাবদ্ধতা ও শুষ্ক মৌসুমে কৃষিকাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, কয়েক দিন থেকে লক্ষ্মীপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নদীটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিষ্কার করলেও দখলের কারণে আবার ময়লা জমে যায়। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান চালিয়ে রহমতখালী নদীর পৌরসভা অংশ অবৈধ দখল মুক্ত করা হবে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. ফারুক আহমেদ বলেন, ‘রামগঞ্জের বীরেন্দ্র খাল এবং সদর উপজেলার রহমতখালী নদীর শুধু বাজার অংশে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষে ভূমি অফিস ও আমাদের সার্ভেয়ার যৌথভাবে জরিপের মাধ্যমে তালিকা তৈরি করেছে। জেলা-উপজেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষের সমন্বয়ে উচ্ছেদ অভিযান চালানো হবে। খালের যেসব স্থানে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়নি, সেগুলো সরেজমিন দেখে তালিকা করা হবে।’
নির্বাহী প্রকৌশলী জানান, এর আগে ২০১৯ সালে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেয় প্রশাসন। কিন্তু করোনার কারণে সেটা থমকে ছিল। এবার খালের দুই পাড়ে সৌন্দর্য বর্ধন করে জনসাধারণের হাঁটার রাস্তা তৈরির পরিকল্পনা করা হয়েছে।
লক্ষ্মীপুরে বেদখল হয়ে যাচ্ছে সদর উপজেলার রহমতখালী নদী। এ অবস্থা জেলার রামগঞ্জ উপজেলার বীরেন্দ্র খালের। জাতীয় নদ-নদী রক্ষা কমিশনের নির্দেশে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হলেও বাদ পড়ে গেছে অধিকাংশ দখলদারের নাম। এমনকি কিছু অংশের দখলদারের তালিকাই করা হয়নি।
দেখা গেছে, জেলা শহর থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত রহমতখালী নদীর বিভিন্ন পয়েন্টে দুই পাড়ে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এতে একসময়ের ঐতিহ্যবাহী নদীটি সংকুচিত হয়ে অস্তিত্ব হারাতে বসেছে। বাজারকেন্দ্রিক ময়লা-আবর্জনা ফেলার কারণে দূষিত হচ্ছে নদীর পানি।
বিভিন্ন নথি অনুযায়ী, রহমতখালী নদীটি ফেনী জেলা থেকে উৎপত্তি হয়ে নোয়াখালী ও লক্ষ্মীপুরের ওপর দিয়ে মেঘনা নদীতে মিলেছে। প্রায় ৮৫ মাইল দীর্ঘ এ নদীর প্রস্থ ১৪১ গজ ও গভীরতা ৩৫ হাত। কাগজ-কলমে এই হিসাব থাকলেও বাস্তবে তার মিল পাওয়া কঠিন।
জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ, মান্দারী, জকসিন বাজার ও পৌর এলাকার ঝুমুর সিনেমা হলসংলগ্ন, মাদাম, বাজার ব্রিজসংলগ্ন এলাকায় নদীর দুই পাড়ে, গোশতহাটা-সংলগ্ন মসজিদের পাশে নদী পাড়ে স্থায়ী-অস্থায়ী ইমারত বা দোকানঘর নির্মাণ করা হয়েছে। এ কয়েকটি স্থানে পুরোনো স্থাপনার পাশাপাশি নতুন করে স্থাপনা তৈরি হচ্ছে।
প্রশাসনের উদ্যোগ না থাকায় দিন দিন বেপরোয়া হয়ে উঠেছেন দখলদারেরা। বিশেষ করে ঝুমুর সিনেমা হলসংলগ্ন ময়দা কারখানার পেছনের বিস্তীর্ণ অংশ ও বাজার ব্রিজের পূর্ব পাশে হায়দার শপিং কমপ্লেক্সের পেছনে খালের দুই পাড় দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। মান্দারী বাজারের ভেতর দিয়ে বয়ে যাওয়া রহমতখালী সরু নালায় পরিণত হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি জাতীয় নদ-নদী রক্ষা কমিশনের নির্দেশনায় অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে। এ তালিকায় রহমতখালী নদীর দখলদার হিসেবে শুধু জেলা শহরের মাদাম থেকে বাজার ব্রিজ অংশ পর্যন্ত ৭৬ নম্বর মজুপুর মৌজার ২১৩ দাগ, ৬৩ বাঞ্ছানগর মৌজার ৮৪০১ ও ১৬৬২২ দাগে মাত্র ছয়জনের নাম রয়েছে। শহর অংশেই অনেক দখলদারের নাম তালিকার বাইরে রয়ে গেছে। শহরের বাইরে জকসিন, মান্দারী ও চন্দ্রগঞ্জ অংশের তালিকা তৈরি করা হয়নি।
এদিকে রামগঞ্জের বীরেন্দ্র খালের ৯৬ জন অবৈধ দখলদারের তালিকা প্রণয়ন করেছে উপজেলা প্রশাসন। রামগঞ্জ মধ্যবাজার ব্রিজ থেকে মডেল মসজিদ পর্যন্ত ৬৫ নম্বর আঙ্গরপাড়া ও ৬৭ নম্বর কাজিরখিল মৌজার অংশে খালের ওপর অবৈধভাবে স্থাপনা তৈরি করে রেখেছেন দখলদারেরা।
খালপাড়ের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে বীরেন্দ্র খাল দখল করে ইমারত নির্মাণ করে ব্যবসা ও বসবাস করে আসছেন দখলদারেরা। ফলে প্রবহমান এ খালটি মরা খালে পরিণত হয়েছে। এতে বর্ষায় জলাবদ্ধতা ও শুষ্ক মৌসুমে কৃষিকাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, কয়েক দিন থেকে লক্ষ্মীপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নদীটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিষ্কার করলেও দখলের কারণে আবার ময়লা জমে যায়। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান চালিয়ে রহমতখালী নদীর পৌরসভা অংশ অবৈধ দখল মুক্ত করা হবে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. ফারুক আহমেদ বলেন, ‘রামগঞ্জের বীরেন্দ্র খাল এবং সদর উপজেলার রহমতখালী নদীর শুধু বাজার অংশে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষে ভূমি অফিস ও আমাদের সার্ভেয়ার যৌথভাবে জরিপের মাধ্যমে তালিকা তৈরি করেছে। জেলা-উপজেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষের সমন্বয়ে উচ্ছেদ অভিযান চালানো হবে। খালের যেসব স্থানে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়নি, সেগুলো সরেজমিন দেখে তালিকা করা হবে।’
নির্বাহী প্রকৌশলী জানান, এর আগে ২০১৯ সালে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেয় প্রশাসন। কিন্তু করোনার কারণে সেটা থমকে ছিল। এবার খালের দুই পাড়ে সৌন্দর্য বর্ধন করে জনসাধারণের হাঁটার রাস্তা তৈরির পরিকল্পনা করা হয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২ ঘণ্টা আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ ঘণ্টা আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫